পশ্চিমবঙ্গ

west bengal

Saugata and Madan on TMC: পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে শুদ্ধিকরণের দাবি সৌগত-মদনের

By

Published : Nov 6, 2022, 8:56 PM IST

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে শুদ্ধিকরণের দাবি (Needs to Rectify Our Faults) তুললেন সৌগত রায় (Saugata Roy) এবং মদন মিত্র (Madan Mitra) ৷ আর সেই দাবিতে তৃণমূলে ব্যক্তিগত স্বার্থে থাকা লোকজনদের ছাঁটাইয়ে দাবি তুললেন তাঁরা ৷

needs-to-rectify-our-faults-says-tmc-saugata-roy-and-madan-mitra
needs-to-rectify-our-faults-says-tmc-saugata-roy-and-madan-mitra

কামারহাটি, 6 নভেম্বর: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে শুদ্ধিকরণের (Needs to Rectify Our Faults) দাবি তুললেন সাংসদ সৌগত রায় (Saugata Roy) এবং বিধায়ক মদন মিত্র ৷ রবিবার উত্তর 24 পরগনার কামারহাটিতে দলীয় এক অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ এবং স্থানীয় বিধায়ক ৷ সেখানে মঞ্চে দাঁড়িয়ে জেলার প্রথম সারির নেতা-মন্ত্রীদের সামনেই তৃণমূলেরই সমালোচনায় সরব হন সৌগত এবং মদন ৷ সাংসদ সৌগত রায় বলেন, "এখন সময় এসেছে দলে ঝাড়াই বাছাই করার ৷ যাঁরা আর্থিক সুবিধার জন্য দলে এসেছিলেন বা আছেন ৷ তাঁদের সময় হয়েছে চলে যাওয়ার ৷ এটাই আমাদের সিদ্ধান্ত ৷’’

সৌগত রায়ের কথায়, ‘‘তৃণমূলে (TMC) 95 শতাংশ কর্মী সৎভাবে কাজ করে থাকেন ৷ বাকি 5 শতাংশ, যাঁরা শুধু ব‍্যক্তিগত স্বার্থ নিয়ে দলে রয়েছেন, আমরা চাই না তাঁদের জন্য তৃণমূলের ভাবমূর্তি কালিমালিপ্ত হোক ৷ তৃণমূলের লড়াই নিজের সঙ্গে ৷ অর্থাৎ, নিজেকে আরও পরিশুদ্ধ, স্বচ্ছ এবং জনমুখী করা ৷’’ পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, ‘‘এবারের পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে হোক, এটা আমাদের সংকল্প ৷ সকলে ভোট দিক ৷ সেই ভোট পেয়ে তৃণমূল জিতুক, আমরা সেটাই চাই ৷’’

এখানেই থামেননি সৌগত রায় ৷ পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী কারা হবেন, তারও গাইডলাইন বেঁধে দেন সাংসদ। ৷ সৌগতর মতে, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন, এবারের পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থী ঠিক হবে উপর মহল থেকে ৷ প্রার্থী নির্বাচনে দু-তিনটে সমীক্ষাও হয়েছে দলের তরফে ৷ কোথায় কী অবস্থা, তার মূল্যায়নও করা হয়েছে ৷ তার ভিত্তিতে প্রার্থী ঠিক করবেন দলের শীর্ষ নেতৃত্ব ৷’’

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে শুদ্ধিকরণের দাবি সৌগত-মদনের

আরও পড়ুন:'বললেই তো টাকা দেওয়া যায় না', ডিএ প্রসঙ্গে মন্তব্য সৌগত রায়ের

এদিকে, সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে দলীয় কর্মীদের কাছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেন, ‘‘এবারে মেরে আর পঞ্চায়েত দখল করা যাবে না ৷ এই চিন্তা থেকে সরে আসুন ৷ আমরাও চাই না মেরে পঞ্চায়েত নিয়ে নেওয়া হোক ৷ কোথাও কোনও ভুল হয়ে থাকলে, জনগণের সামনে গিয়ে সেই ভুলে শুধরে নিন ৷ একজনের জন্য গোটা দলের ক্ষতি করবেন না ৷ এটা আমার বিশেষভাবে অনুরোধ ৷ কেউ অন‍্যায় করলে সরাসরি দলীয় নেতৃত্বকে জানান ৷ তার পর যদি আপনার উপর কোনও আক্রমণ নেমে আসে, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়াব ৷ তবে, দলীয় নেতৃত্বকে অন‍্যায়টা অন‍্যায় বলতে হবে ৷ সব মানুষেরই ভুল হয় ৷ আমরা কেউ গান্ধিজি, নেতাজি নই ৷’’

ABOUT THE AUTHOR

...view details