পশ্চিমবঙ্গ

west bengal

সমাজের ভালো-মন্দ বিচার করুন, যুবদের প্রতি বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 9:25 PM IST

Updated : Jan 12, 2024, 10:52 PM IST

Justice Abhijit Ganguly: স্বামীজির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তাঁর কথা স্মরণ করিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এদিকে সাতসকালে তৃণমূল নেতা-মন্ত্রীদের বাড়িতে ইডি তল্লাশি চলছে ৷ সে নিয়ে বিচারপতি কোনও মন্তব্যই করতে চাননি ৷

ETV Bharat
রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

স্বামীজির জন্মবার্ষিকীতে যুবসমাজকে ভালো ও মন্দের মধ্যে বিচার করতে শেখার পরামর্শ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ব‍্যারাকপুর, 12 জানুয়ারি: "ভালো-মন্দের ফারাক বুঝে ভালোটাকে গ্রহণ করার চেষ্টা করুন", আজ স্বামীজির 161 তম জন্মদিবসে যুবদের প্রতি এই বার্তাই দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বৃহস্পতিবার তিনি রহড়া রামকৃষ্ণ মিশনে একটি অনুষ্ঠানে অংশ নেন ৷ সেখানে তিনি রাজ্য তথা দেশের যুব সমাজের জন্য এই বার্তা দেন ৷ তবে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কলকাতা হাইকোর্টের বিচারপতি ৷

অন্যদিকে, এদিনই পৌর নিয়োগ দুর্নীতি কাণ্ডে শাসকদলের নেতা, মন্ত্রী এবং বিধায়কের দুয়ারে পৌঁছে যায় ইডি ৷ এ বিষয়ে সাংবাদিকরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বারবার প্রশ্ন করলে তিনি বলেন, "আমি এনিয়ে কোনও কথা বলব না ৷" তিনি আরও জানান, স্বামীজির জন্মদিনে তাঁকে নিয়ে প্রশ্ন করলে তার উত্তর দেবেন ৷

তিনি বলেন, "স্বামীজি যখন ভারতে ছিলেন, তখন দেশ স্বাধীন হয়নি ৷ তারপর ভারত স্বাধীন হয় ৷ তারপর ভারতবর্ষ এগিয়েছে ৷ তবে আরও কিছুটা এগিয়ে যাওয়া উচিত ছিল ৷ হয়তো ধীরে ধীরে হবে ৷ আমরা সবাই তা বিশ্বাস করি ৷ আজকের দিনে স্বামীজির প্রাসঙ্গিকতা তুলনাহীন ৷"

এদিন রহড়া রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের তরফে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয় ৷ এদিনের মঞ্চ থেকে স্বামী বিবেকানন্দের মাহাত্ম্য তুলে ধরেন তিনি ৷ তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে স্বামী বিবেকানন্দ'র বাণী খুবই প্রাসঙ্গিক ৷" পড়ুয়াদের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পরামর্শ, "বিবেকানন্দ চিঠিতে লিখেছিলেন, কারও কথা অন্য কাউকে বলা উচিত নয় ৷ কানাঘুষো করাও উচিত নয় !কারও সম্পর্কে কিছু বলতে হলে তা সামনাসামনি বলাই শ্রেয় ! সেটা সবসময় মাথায় রেখে চলতে হবে ৷ তাহলেই আশপাশের পারিপার্শ্বিক পরিস্থিতিও ইতিবাচক থাকবে ৷"

পরে, বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, " অন্য কারও নিন্দা করলে হয়তো আনন্দ আসে।এটার থেকে নিজেদের বিরত রাখতে হবে ৷ তা না হলে দৃঢ় চরিত্রের মানুষ হয়ে উঠতে পারবে না।" এক্ষেত্রে স্বামী বিবেকানন্দের বাণীও স্মরণ করিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর মতে, "যদি কারও নামে কিছু বলারই থাকে, তাহলে তাঁর উপস্থিতিতেই বলা উচিত ৷" প্রসঙ্গত, সাম্প্রতিককালে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য করে আলোড়ন ফেলে দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. প্রায় 12 ঘণ্টা পর তাপসের বাড়ি ছাড়ল ইডি, সুজিতের নয়া ঠিকানায় জারি তল্লাশি
  2. রাজনীতির কথা বলব না বলেও বিবেকানন্দের বাড়িতে দাঁড়িয়ে অভিষেকের কটাক্ষ শুভেন্দুকে
  3. শাহজাহান ঘনিষ্ঠ দু'জনকে গ্রেফতার পুলিশের, হামলার মাস্টারমাইন্ড অধরাই
Last Updated :Jan 12, 2024, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details