ETV Bharat / state

প্রায় 12 ঘণ্টা পর তাপসের বাড়ি ছাড়ল ইডি, সুজিতের নয়া ঠিকানায় জারি তল্লাশি

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 6:57 PM IST

Updated : Jan 12, 2024, 10:09 PM IST

ED Raids: মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে শুক্রবার সকাল তল্লাশি চালাচ্ছে ইডি ৷ অন্যদিকে, তাপস রায়ের বাড়ি থেকে ইডি আধিকারিকরা চলে গিয়েছেন ৷

Sujit Bose
সুজিত বসুর বাড়িতে ইডি তল্লাশি চলছে

সুজিত বসুর বাড়িতে ইডি তল্লাশি

কলকাতা, 12 জানুয়ারি: প্রায় সাড়ে 10 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ এখনও তল্লাশি চলছে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ৷ তবে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে গিয়েছেন ৷ তাপস রায়, সাংবাদিকদের জানান, প্রায় 12 ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি ৷ তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷

এদিকে, ইডির তল্লাশি অভিযানের খবর পেয়ে দমদমের 19 নম্বর ওয়ার্ডের 3 নম্বর খলিসাকোটা পল্লিতে উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে এসেছিলেন দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস ৷ কিন্তু ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেয়নি বলে জানা গিয়েছে ৷ পরে ঘটনাস্থল ছাড়েন আইসি ৷

বৃহস্পতিবার ভোর সাড়ে 6টা নাগাদ উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তীর খলিসাকোটা পল্লির বাড়িতে হানা দেন ইডির তদন্তকারীরা ৷ পৌর নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ তাঁর ছেলে এবং মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে সুবোধের বিরুদ্ধে ৷ সূত্রের খবর, সেই নিয়ে এই তদন্ত ৷

গত বছর নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয় অয়ন শীল ৷ তাঁর বাড়ি থেকে প্রথম পৌরসভায় নিয়োগ দুর্নীতির তথ্য পাওয়া গিয়েছিল, জানিয়েছেন ইডি আধিকারিকরা ৷ অয়নের বাড়ি থেকে একটি রহস্যময় ফোল্ডার এবং একটি ডায়রিও পাওয়া যায় ৷ সেখান থেকেই নামের তালিকা হাতে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের । তাতে সুজিত বসু, তাপস রায়, সুবোধ চক্রবর্তীদের নাম রয়েছে বলে ইডি সূত্রের দাবি ৷ তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান ৷

বৃহস্পতিবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাছে সুজিত বসুর বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ তারপর সন্ধ্যায় সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে সঙ্গে নিয়ে শ্রীভূমিতে সুজিত বসুর আরেকটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় ইডির তদন্তকারী আধিকারিকরা ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও সেখানে তল্লাশি অভিযান চলছে ৷

আরও পড়ুন:

  1. শাহজাহান ঘনিষ্ঠ দু'জনকে গ্রেফতার পুলিশের, হামলার মাস্টারমাইন্ড শাহজাহান অধরাই
  2. ইডির ত্রিফলা অভিযান! সকালেই ঘেরা হল সুজিত-সহ তৃণমূল হেভিওয়েটদের বাড়ি
  3. রাজ্যে 3% ভোটও নেই কংগ্রেসের, কাজেই দুইয়ের বেশি আসন নিয়ে আলোচনায় না তৃণমূলের
Last Updated : Jan 12, 2024, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.