পশ্চিমবঙ্গ

west bengal

TMC Leader Controversy: লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে ভোট ! আঙুল উঁচিয়ে মহিলাদের হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির

By

Published : Nov 26, 2022, 11:06 PM IST

শনিবার দুপুর নাগাদ হঠাৎই সেই ক‍্যাম্পে হাজির হয়ে হম্বিতম্বি করতে দেখা যায় কাটিয়াহাট ব্লক তৃণমূল সভাপতি প্রকাশ সরদারকে । যেভাবে ওই তৃণমূল নেতা নিজের দলের দিকে ভোট টানতে হুমকির আশ্রয় নিচ্ছেন তা বেনজির বলেই মনে করছেন রাজনৈতিক মহল (Baduria TMC Leader threatens people to cast their vote in favour of TMC) ।

Etv Bharat
Etv Bharat

বাদুড়িয়া, 26 নভেম্বর: লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে ভোটের ফরমান । আঙুল উঁচিয়ে মহিলাদের হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতি প্রকাশ সরদারের ।শনিবার 'দুয়ারে সরকার' ক‍্যাম্পে তৃণমূল নেতার এই দাদাগিরি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার বাদুড়িয়ার কাটিয়াহাটে ।যা নিয়ে শুরু হয়েছে বিতর্কও (TMC Leader threatens people to cast their vote in favour of TMC ) ।

ঘটনায় সরব হয়েছেন বিরোধীরাও । তাদের মতে, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার সকলের । সেই প্রকল্পের সুবিধা পেতে গিয়ে যদি তৃণমূল নেতার হুমকির মুখে পড়তে হয় তা গনতন্ত্রের পক্ষে লজ্জার । তার চেয়ে আরও ভয়ংকর, সরকারি প্রকল্পের বিনিময়ে ভোটের নিদান দেওয়া ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সরকার ঘোষিত দুয়ার সরকার ক‍্যাম্পের আয়োজন করা হয়েছিল স্থানীয় একটি স্কুলের নবনির্মিত বিল্ডিংয়ে । তার পরিষেবা নিতে সকাল থেকেই সেখানে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ । সেই জমায়েতের বড় অংশই ছিলেন মহিলারা । এদিন দুপুর নাগাদ হঠাৎই সেই ক‍্যাম্পে হাজির হয়ে হম্বিতম্বি করতে দেখা যায় কাটিয়াহাট ব্লক তৃণমূল সভাপতি প্রকাশ সরদারকে ।

আঙুল উঁচিয়ে মহিলাদের হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির

আরও পড়ুন: বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে 2 হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি সুকান্তর

এরপর লাইনে দাঁড়ানো মহিলাদের উদ্দেশ্যে কার্যত আঙুল উঁচিয়ে বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো ? মুখ্যমন্ত্রীর কথা মনে আছে তো ? দিদির কথা মনে রাখতে হবে । সামনেই পঞ্চায়েত ভোট । একটা কথা যেন বারবার বলতে না-হয় । কিছু কিন্তু বলতে হয় না যেন ।" আঙুল উঁচিয়ে তৃণমূল নেতার এই নিদান প্রকাশ্যে আসতেই সরগরম হয়ে উঠেছে রাজনীতি । প্রশ্ন উঠেছে, গণতান্ত্রিক দেশে কে কোথায় ভোট দেবেন, কার কোন রাজনৈতিক দলকে পছন্দ, তা সম্পূর্ণ তার নিজস্ব বিষয় । তারপরও যেভাবে ওই তৃণমূল নেতা নিজের দলের দিকে ভোট টানতে হুমকির আশ্রয় নিচ্ছেন তা বেনজির বলেই মনে করছেন রাজনৈতিক মহল ।

যদিও পরে সাফাই দিতে গিয়ে ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, হুমকি নয় । মহিলাদের ভালোভাবে বোঝানো হয়েছে । যাতে বিষয়টি বুঝতে অসুবিধা না-হয় তাঁদের । সরকারের সুবিধা নিলে সরকারকেও দেখতে হবে । অন্য দলকে সমর্থন করলে পরিষেবা নিতে হবে সেই দল থেকেই ।

ABOUT THE AUTHOR

...view details