পশ্চিমবঙ্গ

west bengal

তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 10:45 AM IST

Updated : Jan 5, 2024, 11:52 AM IST

Attack on ED by Locals in Sandeshkhali: রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে আক্রান্ত হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ উত্তর 24 পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি ৷ অভিযোগ সেখানেই ইডি আধিকারিকদের উপর হামলা চালায় স্থানীয়রা ৷

Image Source: Suvendu Adhikari X (Video Capture)
Image Source: Suvendu Adhikari X (Video Capture)

সন্দেশখালিতে রেশন দুর্নীতি মামলায় তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা

সন্দেশখালি (উত্তর 24 পরগনা), 5 জানুয়ারি: সন্দেশখালির 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির বাড়িতে রেশন দুর্নীতি মামলায় হানা ইডি-র ৷ কিন্তু, সেখানে পৌঁছাতেই ইডি আধিকারিকদের উপর শেখ শাহজাহানের অনুগামীদের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী হামলা চালায় বলে অভিযোগ ৷ কয়েকজন ইডি আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকলেও, শতাধিক মানুষের হামলার হাত থেকে বাঁচতে এলাকা ছাড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ৷

শুক্রবার সকাল থেকে কলকাতা ও উত্তর 24 পরগনা-সহ মোট 12টি জায়গায় রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি অভিযান চলছে ৷ উত্তর 24 পরগনার একাধিক জায়গায় রেশন দুর্নীতি মামলায় অভিযান শুরু করে ইডি ৷ বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি এবং তাঁর ভাইয়ের আইক্রিম ফ্যাক্টরিতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অভিযান চালিয়েছে ইডি ৷ তাঁর শ্বশুরবাড়িতেও ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন ৷

উল্লেখ্য, আজ সকাল 7টা নাগাদ উত্তর 24 পরগনার সন্দেশখালি 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালায় ইডি ৷ একাধিকবার ডাকাডাকি করলেও, ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি ৷ প্রায় 1 ঘণ্টা অপেক্ষা করে থাকার পরেও ভিতর থেকে কেউ বেরোয়নি ৷ এর পরেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তালা ভাঙার উদ্যোগ নেন ইডি আধিকারিকরা ৷ কিন্তু, তালা ভাঙাতে গেলেই ইডি ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলে শতাধিক মানুষ ৷ অভিযোগ উত্তেজিত ভিড় মারমুখী হয়ে তেড়ে যায় ইডি ও কেন্দ্রীয় বাহিনীর দিকে ৷ ফলে প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ে তারা ৷

ইডি ও কেন্দ্রীয় বাহিনীর গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ৷ এমনকী বেশ কয়েকজন ইডি আধিকারিকের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷ ভাঙচুর করা গাড়ি ও এবং রক্তাক্ত ইডি আধিকারিকদের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী ৷ এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনকে তুলধনা করেছেন ৷ শুভেন্দু লেখেন, "ভয়াবহ ৷ পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবস্থা লজ্জাজনক ৷ ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের উপর মারাত্মকভাবে হামলা চালানো হয়েছে সন্দেশখালিতে ৷ উত্তর 24 পরগনার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল ৷" এই ঘটনা রোহিঙ্গা যোগের অভিযোগও তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "আমার সন্দেহ আছে, এই সমাজবিরোধী হামলাকারীদের মধ্যে রোহিঙ্গারা লুকিয়ে রয়েছে ৷

এখানেই থামেননি শুভেন্দু ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও ইডি এবং সিআরপিএফের অধিকর্তার কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ৷

শুভেন্দুর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারও এই ঘটনায় রোহিঙ্গা যোগের অভিযোগ তুলেছেন ৷ সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, "যাঁদের বাড়িতে অভিযান চালানো হয়েছে, তাঁদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ ইডি ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক ৷ পশ্চিমবঙ্গে ইডি-র উপর এই হামলা থেকেই স্পষ্ট, সেখানে রোহিঙ্গারা আইন শৃঙ্খলার কী দুরাবস্থা করেছে ৷"

আরও পড়ুন:

  1. রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রীর বাড়িতে খুব তাড়াতাড়ি ইডি-সিবিআই হানা দেবে, হুঁশিয়ারি সুকান্তর
  2. অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র চেম্বার থেকে উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি
Last Updated : Jan 5, 2024, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details