পশ্চিমবঙ্গ

west bengal

Anti Plastic Campaign: বারাসতে প্লাস্টিক বিরোধী অভিযান, জরিমানা ব্যবসায়ীদের

By

Published : Sep 26, 2022, 10:30 PM IST

Anti Plastic Campaign

কাউন্সিলরের উপস্থিতিতে প্লাস্টিক-বিরোধী অভিযান বারাসতে (anti plastic campaign in Barasat) ৷ মিলল সরকারি নির্দেশ অমান্য করার প্রমাণ ৷

বারাসত, 26 সেপ্টেম্বর: নিষিদ্ধ হয়েছে আগেই । তারপরও প্রশাসনের নজর এড়িয়ে 75 মাইক্রোনের নীচে পলিথিন ব্যবহার দিব্যি চলছে অনেক জায়গাতেই । একশ্রেণির ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে এই ধরনের পলিথিন মজুত করছেন বলেও অভিযোগ । যার থেকে ব্যতিক্রম নয় উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতও । এখানেও সরকারি নিয়মকে তোয়াক্কা না করেই 75 মাইক্রোনের নীচে পলিথিন এখনও ব্যবহার করে চলেছেন কিছু ব্যবসায়ী । এর বিরুদ্ধে সোমবার অভিযানে নামে পৌরসভা এবং পুলিশ-প্রশাসন (anti plastic campaign in Barasat) ৷

এদিন বারাসত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে 75 মাইক্রোনের নীচে পলিথিন বাজেয়াপ্ত করেন তাঁরা । কয়েকজন ব্যবসায়ীকে শোকজের চিঠিও ধরানো হয় বলে খবর ৷ চলতি বছরের 1 জুন থেকে রাজ্যের সর্বত্র 75 মাইক্রোনের নীচে পলিথিন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে । নিয়ম ভাঙলে জেল এবং জরিমানা দুটোরই ব্যবস্থা রয়েছে সরকারিভাব । কিন্তু কিছুদিন যেতে না যেতেই সরকারি এই নিয়ম যে কতটা আলগা তা বেআব্রু হয়ে পড়েছে ৷

আরও পড়ুন: পুজোর আগে শহরে সক্রিয় চিনা সাইবার দস্যুরা

প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন জায়গায় বহু দোকানেই লুকিয়ে চুরিয়ে চলছে ক্ষতিকর এই ধরনের পলিথিনের ব্যবহার । তবে,অভিযোগ পেলে পৌরসভা এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে হানা দেওয়া হয় ঠিকই । কিন্তু তারপর আবার যেই কে সেই! বারাসতের ক্ষেত্রেও ঘটেছে ঠিক একই ঘটনা ৷ অভিযোগ,বেশকিছু দিন ধরেই বারাসতের 21 নম্বর ওয়ার্ডের বাদু বাজার, ইটখোলা, হাটখোলা প্রভৃতি অঞ্চলে ক্ষতিকর এই প্লাস্টিক লুকিয়ে ব‍্যবসায়ীরা ব্যবহার করছেন বলে অভিযোগ এসছিল স্থানীয় তৃণমূলের চিকিৎসক কাউন্সিলর বিবর্তন সাহার কাছে (Anti Plastic Campaign)।

সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার পৌরসভা ও পুলিশ-প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তৃণমূল কাউন্সিলর হানা দেন এলাকার দোকানগুলিতে ৷ 75 মাইক্রনের নীচে পলিথিন ব্যবহার করায় শোকজ ও জরিমানা করা হয় কয়েকজন ব্যবসায়ীকে (TMC councilor seized 75 microne plastic) ৷ এই বিষয়ে স্থানীয় তৃণমূলের কাউন্সিলর বিবর্তন সাহা বলেন,"75 মাইক্রোনের নীচে পলিথিন ব্যবহার করলে আখেরে পরিবেশেরই ক্ষতি হয় । এটা বুঝতে চাইছেন না কিছু ব্যবসায়ী । ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে । এদিন কয়েকজন ব্যবসায়ীকে শোকজ ও জরিমানা করা হয়েছে । আগামীদিনে এই ধরনের অভিযান লাগাতার চলবে"।

ABOUT THE AUTHOR

...view details