পশ্চিমবঙ্গ

west bengal

Pankaj Chaudhary: 'ফিরহাদ-মদনের বাড়িতে সিবিআই তল্লাশি, বিজেপির কোনও ভূমিকা নেই' দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 7:16 AM IST

Union Minister Pankaj Chaudhary: কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, সিবিআই বা ইডি কিংবার মতো অন্য সংস্থাগুলি বিজেপির নিজস্ব কোনও সংস্থা নয়। এগুলো স্বয়ংশাসিত সংস্থা। আর সারাবছর ধরেই তাদের তদন্ত প্রক্রিয়া চলে। ফলে কখন কাকে ডাকা হবে সেটা তদন্তকারীরাই জানেন। এখানে ভোটকে ইস্যু করার কোনও মানে নেই। গতকাল এ রাজ্যে এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী।ন

কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী
Pankaj Chaudhary

বর্ধমান, 9 অক্টোবর: রবিবার সকাল থেকেই রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তৃণমূলের দাবি, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে তৃণমূলের নেতা থেকে মন্ত্রীদের হেনস্থা করছে বিজেপি। তবে এর সঙ্গে বিজেপির দলীয় কোনও স্বার্থ নেই বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। গতকাল পূর্ব বর্ধমানের জামালপুরের এক দলীয় সভায় যোগ দেন মন্ত্রী ৷ সেখানেই তিনি এমন দাবি করেন ৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সামনে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল শুরু হয় ৷

এদিন পঙ্কজ চৌধুরী বলেন, "সিবিআই, ইডি আর যে সংস্থাই হোক না কেন তারা স্বয়ংশাসিত এজেন্সি এরা বিজেপির তৈরি কোনও সংস্থা নয়। বিজেপি ক্ষমতায় আসার থেকেই এই সংস্থাগুলি আছে। এদিন যে সব অভিযান হয়েছে সেটা তাদের মনে হয়েছে বলেই করেছে ৷ এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। আর ভোটকে কেন্দ্র করে কোনও তদন্ত প্রক্রিয়া চলে না। ফলে ভোট নিয়ে ভুয়ো রাজনৈতিক অভিযোগ তোলা হচ্ছে।" একশো দিনের কাজে কেন্দ্রের টাকা না-দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, "যখন কোনও সরকারি যোজনা চলে সরকার সেটা সম্বন্ধে কেন্দ্র খোঁজ খবর নেয়। সেখানে যদি কেউ দুর্নীতি করার চেষ্টা করে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হয়।"

এরপর তিনি বলেন, "তৃণমূলের অভিযোগ ভারত সরকার বাংলাকে বঞ্চনা করছে। অথচ তথ্য বলছে 2006-2007 সাল থেকে 2013-2014 পর্যন্ত ভারত সরকার বিভিন্ন যোজনা খাতে 58.58 কোটি টাকা দিয়েছিল। কিন্তু মোদি সরকার আসার পরে 2 লক্ষ 5 হাজার 341 কোটি টাকা পেয়েছে বাংলা।"

তাঁর কথায়, "3 বছর ধরে বাংলা কেন্দ্রীয় সরকারকে কোনও রিপোর্ট দাখিল করছে না ৷ শুধু বাংলা কেন যে সব রাজ্য রিপোর্ট দাখিল করেনি তাদের টাকাও আটকে আছে। "কেন্দ্রীয় মন্ত্রীর আবেদন, রাজ্য তাড়াতাড়ি রিপোর্ট পাঠাক। তাহলে তারা পরবর্তী পদক্ষেপ করতে পারে।

আরও পড়ুন:'কী অপরাধ করেছি আমি', সিবিআই তল্লাশি শেষে ক্ষোভে ফেটে পড়লেন ফিরহাদ

ABOUT THE AUTHOR

...view details