পশ্চিমবঙ্গ

west bengal

Ketugram BDO in Controversy: তৃণমূলের রাজনৈতিক সভায় কেতুগ্রামের বিডিও, শুরু বিতর্ক

By

Published : Mar 27, 2023, 10:32 PM IST

তৃণমূলের সভায় যোগ দিয়ে বিতর্কে জড়িয়েছেন কেতুগ্রাম 1 নং ব্লকের বিডিও পূর্ণেন্দু সান্যাল (Ketugram BDO) ৷ যদিও সাফাই দিয়েছেন ওই বিডিও ৷

Etv Bharat
তৃণমূলের সভায় বিডিও

তৃণমূলের রাজনৈতিক সভায় কেতুগ্রামের বিডিও, শুরু বিতর্ক

কেতুগ্রাম, 27 মার্চ: তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ রয়েছে 29 মার্চ কলকাতার শহিদ মিনারে ৷ শাসকদলের এই ছাত্র-যুব সমাবেশের প্রস্তুতি চলছে ব্লকে ব্লকে ৷ পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লকে তৃণমূলের এরকমই এক প্রস্তুতি সভায় এলাকার বিডিও'র উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক দেখা দিয়েছে । যদিও ভুলবশত এই ঘটনা ঘটেছে বলে দাবি করছেন বিডিও পূর্ণেন্দু সান্যালের (Ketugram BDO) ।

কেতুগ্রাম 1 নং ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির তরফে একটি হলঘর নির্মাণ করা হয়েছে। সেই হলঘরে সরকারি নানা অনুষ্ঠান হয়ে থাকে। গত শনিবার সেই সভাঘরে ছিল যুব তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি। 'শহিদ মিনার চলো' কর্মসূচির প্রস্তুতি সভা চলছিল সেই ঘরে। যে ঘরে ওই সভা চলছিল সেই দেওয়ালে টাঙানো ছিল তৃণমূল কংগ্রেসের একটি বড়ো ফ্লেক্স । ফ্লেক্সে লেখা ছিল, 'পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের ডাকে শহিদ মিনার চল'।

তৃণমূলের ওই সভায় উপস্থিত ছিলেন কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ, যুব তৃণমূল নেতা রাসবিহারী হালদার-সহ একাধিক নেতা । ছিলেন কয়েকশো তৃণমূল কর্মী ৷ সেই সভাতেই কেতুগ্রাম 1 ব্লকের বিডিও পূর্ণেন্দু সান্যালকে দেখা যায় । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক । বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের আগে বিডিও'কে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস মিটিং করছে, এর থেকে প্রমাণিত হয় প্রশাসনের আধিকারিকেরা শাসক দলের হয়ে কাজ করছেন । তারা প্রশাসনকে ব্যবহার করে পঞ্চায়েত নির্বাচনে জেতার প্রস্তুতি নিচ্ছে (BDO in TMC meeting) ।

যদিও এই বিতর্কের মধ্যে কেতুগ্রাম 1 ব্লকের বিডিওর দাবি, ভুলবশত এই ঘটনা ঘটেছে ৷ তিনি জানান, শনিবার একটি সরকারি মিটিং ছিল যেখানে প্রধান উপপ্রধানদের থাকার কথা ছিল । সেই মিটিংয়ে যোগ দিলেও সেখানে যে রাজনৈতিক দলের ব্যানার ছিল তা তিনি খেয়াল করেননি । ভুল করেই এই ঘটনা ঘটেছে বলে দাবি বিডিওর ।

আরও পড়ুন:বকেয়া বেতনের দাবিতে ডিজির ঘরের সামনে বিক্ষোভ কলকাতা পৌরনিগমের চুক্তিভিত্তিক মালিদের

এই প্রসঙ্গে কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ বলেন, "বিডিও বেশ কয়েকদিন পথশ্রী প্রকল্প নিয়ে ব্যস্ত ছিলেন । সেই সংক্রান্ত একটি মিটিং ছিল । সেই মিটিং চলাকালীন আমাদের কেতুগ্রাম ব্লক সভাপতি ও দলের জেলা যুব সভাপতি হঠাৎ করে উপস্থিত হন। তার কিছুক্ষণের মধ্যে বিডিও সেখান থেকে চলে যান । সেখানে যে ফ্লেক্স টাঙানো ছিল সেটা আমিও লক্ষ্য করিনি । আসলে ওই সভাঘরে শুধুমাত্র সরকারি মিটিংই হয়ে থাকে । কোনওদিন রাজনৈতিক দলের কোন মিটিং হয়নি । বিডিও সরকারি মিটিংয়েই যোগ দিয়েছিলেন ।"

ABOUT THE AUTHOR

...view details