পশ্চিমবঙ্গ

west bengal

স্টেশন-প্ল্যাটফর্মে পুরনো জলের ট্যাংক ভাঙার সিদ্ধান্ত পূর্ব রেলের, তালিকায় হাওড়া-মালদা-আসানসোল রেল ডিভিশন

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 9:40 AM IST

Eastern Railway to dismantle old tanks: গত 14 ডিসেম্বর বর্ধমান স্টেশনে জলের ট্যাংক ভেঙে 4 জনের মৃত্যু হয় ৷ এরপর স্টেশন চত্বর, প্ল্যাটফর্মে থাকা জলের ট্যাংক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল পূর্ব রেল ৷

ETV Bharat
পূর্ব বর্ধমান স্টেশনে জলের ট্যাংক ভেঙে বিপত্তি

স্টেশন চত্বর বা প্ল্যাটফর্মে থাকা পুরনো জলের ট্যাংক ভেঙে ফেলার কথা জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র

বর্ধমান, 19 ডিসেম্বর: প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে থাকা অতি পুরনো লোহার জলের ট্যাংক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল পূর্ব রেল ৷ সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে ৷ এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "পূর্ব রেলের বিভিন্ন প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে বেশ কিছু জলাধার আছে ৷ এর মধ্যে অনেকগুলি বেশ পুরনো ৷ কিছু আবার ব্রিটিশ আমলে তৈরি । সেগুলিকে ভেঙে ফেলা হবে ৷" রেলসূত্রের খবর, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল ৷ গত বৃহস্পতিবার, 14 ডিসেম্বর বর্ধমান স্টেশনে আচমকা জলের ট্যাংক ভেঙে 4 জনের মৃত্যু হয় ৷ আহত হয়েছেন 30 জনেরও বেশি ৷ এরপরই এমন পদক্ষেপ করল পূর্ব রেলওয়ে ৷

তিনি আরও জানান, কিছু জলের ট্যাংককে বিপজ্জনক মনে হয়েছে ৷ সেগুলি চিহ্নিত করার কাজও শেষ ৷ সেইসব জলের ট্যাংকগুলিও ভেঙে দেওয়া হবে ৷ যতদিন না জলাধারগুলিকে ভেঙে ফেলা হচ্ছে, ততদিন সেই সব জলাধারে কম পরিমাণ জল সরবরাহ করা হবে ৷ যাতে জলের ট্যাংকে চাপ কম পড়ে ৷ যাত্রীদের বিপদ ঘটবে না ৷ এছাড়া কোনও ইঞ্জিনিয়ারের যদি কোন জলাধারকে সংস্কার করার প্রয়োজন আছে বলে মনে হয়, সেগুলির কাজ শুরু করে দেওয়া হয়েছে ৷ ভাঙা হবে হাওড়া, মালদা, আসানসোল রেল ডিভিশনের 60 টি জলের ট্যাংক ৷

প্রথম ধাপে পূর্ব রেলের বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে থাকা পুরনো জলাধারগুলিকে ভেঙে ফেলা হচ্ছে ৷ এই সময় যাতে যাত্রীদের পানীয় জলের সমস্যায় পড়তে না হয়, তাই স্টেশনগুলির বাইরে নতুন করে জলাধার নির্মাণ করা হবে ৷ ধাপে ধাপে স্টেশন চত্বরে থাকা জলাধারগুলিকে চিহ্নিত করে ভাঙার কাজ শুরু হবে ৷ তবে 60 বছরেরও বেশি পুরনো জলাধারগুলি ভেঙে নতুন জলাধার নির্মাণ করা হবে ৷ কিন্তু সিমেন্ট বা কংক্রিটের তৈরি জলাধারগুলির প্রয়োজন অনুযায়ী সংস্কার করা হবে ৷

পূর্ব রেলের অধীনে বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে 12টি পুরনো জলের ট্যাংক রয়েছে। এর মধ্যে হাওড়া রেল ডিভিশনে 3টি, আসানসোল ডিভিশনে 8টি ও মালদা ডিভিশনে একটি জলের ট্যাংক আছে ৷ এর মধ্যে 12টি জলের ট্যাংক প্রাথমিকভাবে ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে ৷ এছাড়া 48টি স্টেশন চত্বরে পুরনো জলের ট্যাংক চিহ্নিত করেছে পূর্ব রেলওয়ে ৷ এর মধ্যে শিয়ালদা ডিভিশনে 7টি, আসানসোল ডিভিশনে 23টি, হাওড়া ডিভিশনে 14টি ও মালদা ডিভিশনে 4টি অতি পুরনো জলের ট্যাংক রয়েছে ৷ এক বছরের মধ্যে এইসব জলের ট্যাংক ভেঙে ফেলা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মে জলের ট্যাংক ভেঙে মৃত 3, আহত 34
  2. বর্ধমান স্টেশনে গেলে আদৌ বাড়ি ফিরব তো, প্রশ্ন নিত্যযাত্রীদের
  3. হাওড়া-বর্ধমান লোকালে চলল গুলি, আত্মঘাতী কনস্টেবল

ABOUT THE AUTHOR

...view details