পশ্চিমবঙ্গ

west bengal

Municipal Fresh Candidate: নেতা-মন্ত্রীদের হাত ধরে আর প্রার্থী নয়, অবস্থান স্পষ্ট তৃণমূল কংগ্রেসের

By

Published : May 3, 2023, 10:33 PM IST

দুর্গাপুর নগর নিগম নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী বাছাই করা এবং আগামিদিনে দুর্গাপুর নগর নিগম দখলে নতুন রণকৌশল তৃণমূল শিবিরের ৷ মন্ত্রী কিংবা বড় নেতাদের হাত ধরে মুখ বন্ধ খামে বায়োডাটা দেখেই প্রার্থী বাছাই হবে না, অবস্থান স্পষ্ট দলের ৷

Municipal Fresh Candidate
নেতা-মন্ত্রীদের হাত ধরে শাসকদলের প্রার্থী নয়

দুর্গাপুর, 3 মে: এবার আর মন্ত্রী কিম্বা বড় নেতাদের হাত ধরে মুখ বন্ধ খামে বায়োডাটা দেখেই প্রার্থী বাছাই হবে না।পঞ্চায়েত নির্বাচনের আগেই কড়া অবস্থান তৃণমূল কংগ্রেস শিবিরের ৷ সূত্রের খবর, শুধু পঞ্চায়েত নির্বাচন নয়, দুর্গাপুর নগর নিগমের নির্বাচনেও ভোটের প্রার্থী বুঝেশুনে ঘোষণা করা হবে ৷

তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান ইন কমান্ড, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের জেলায় জেলায় পঞ্চায়েতে পছন্দের প্রার্থী খুঁজতে জনতার দরবারে। কিন্তু শুধু কি পঞ্চায়েত ভোটের কারণেই এইভাবে প্রার্থী নির্বাচন? তৃণমূল কংগ্রেসের অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, দুর্গাপুর নগর নিগমের 43টি ওয়ার্ডের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস বেশ কিছু স্ট্র‍্যাটেজি গ্রহণ করেছে। 60 বছরের ঊর্ধ্বে যাঁরা এতদিন পর্যন্ত দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলর অথবা এমআইসি ছিলেন তাঁদের আর টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল ৷

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুর নগর নিগমের প্রার্থী বাছার ক্ষেত্রে পুলিশের গোয়েন্দা বিভাগের গোপন রিপোর্ট একটা বড় ফ্যাক্টর। এই রিপোর্টে বেশ কিছু প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে। সেই সমস্ত কাউন্সিলরদের আগামী দিনে আর দুর্গাপুর নগর নিগমের নির্বাচনে দলীয় টিকিট দেওয়া যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সূত্র মারফত আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের জন্য বেশ কিছু প্রার্থীর নাম পশ্চিম বর্ধমান জেলার হেভিওয়েট নেতাদের হাত ধরে তৃণমূল ভবনে পৌঁছলেও তাঁদেরকে যে প্রার্থী করা হবে এমন কোন আলোচনা দলের মধ্যে হয়নি।

আরও পড়ুন :অশ্লীল ভিডিয়ো দেখায় বকুনি, রাগে দিদিমাকে খুন করল কিশোর!

অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর ক্ষমতার অপব্যবহার করে প্রোমোটারি থেকে ঠিকাদারি শুরু করেছিলেন। তাঁদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে তৃণমূল কংগ্রেস এমনও জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে মন্ত্রী বা নেতাদের 'ঘনিষ্ঠ' হলেই আর মিলবে না টিকিট। যে ওয়ার্ডের প্রার্থী বাছাই হবে, সেই ওয়ার্ডের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা কতখানি তার বিস্তারিত খোঁজ নিয়েই তবেই দেওয়া হবে টিকিট। তৃণমূলের এক রাজ্য নেতার কথায় স্পষ্ট "আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনে দুর্গাপুর নগর নিগমে 60 শতাংশ তৃণমূল প্রার্থী একেবারে নতুন মুখ হবে ৷"

এবারের দুর্গাপুর পুরসভা নির্বাচনে শাসক দলের হয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে এক মহিলা চিকিৎসক সম্ভাব্যপ্রার্থী হতে পারেন বলেও দলীয় সূত্রে খবর। ক্রীড়াব্যক্তিত্ব থেকে সাহিত্যিক, সাংবাদিক থেকে চিকিৎসক এইরকম বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্বকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুর নগর নিগম নির্বাচনে প্রার্থী করা হবে বলেও জানা গিয়েছে ৷ দুর্গাপুর নগর নিগম নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী বাছাই করা এবং আগামী দিনে দুর্গাপুর নগর নিগম দখলে রাখা এখন তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ।

ABOUT THE AUTHOR

...view details