ETV Bharat / state

Youth Kills Grand-Mother: অশ্লীল ভিডিয়ো দেখায় বকুনি, রাগে দিদিমাকে খুন করল কিশোর!

author img

By

Published : May 3, 2023, 8:07 PM IST

দিদাকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন কিশোর ৷ তিনি মোবাইলে পর্নোগ্রাফি দেখছিলেন ৷ দিদার নজরে পড়ায় তাঁকে খুন করেন অভিযুক্ত তরুণ ৷ জলপাইগুড়ির ঘটনায় 2 দিন পর বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে ৷

Youth Kills Grand Mother ETV BHARAT
Youth Kills Grand Mother

জলপাইগুড়ি, 3 মে: মোবাইলে অশ্লীল ভিডিয়ো দেখছিলেন বছরের ঊনিশের কিশোর ৷ নাতির সেই কীর্তি দেখে ফেলেন প্রৌঢ়া দিদিমা ৷ বিষয়টি বাবা-মাকে জানিয়ে দেবেন বলে নাতিকে হুঁশিয়ারি দেন তিনি ৷ যার পরিণতি হল মারাত্মক ৷ দিদিমাকে হাত-পা বেঁধে খুনের অভিযোগ উঠল সম্রাট দাসের নামে ওই তরুণের বিরুদ্ধে ৷ মৃতার নাম ঝরনা মহন্ত (55) ৷ রবিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের দোমহনির পুরনো বাজার এলাকায় ৷ প্রৌঢ়ার সঙ্গে গত দু’দিন যোগাযোগ করা যাচ্ছিল না ৷ তিনি বাড়িতে একাই থাকতেন ৷ সন্দেহ হওয়ায় তাঁর মেয়েরা পুলিশে খবর দেন ৷ পুলিশ মঙ্গলবার রাতে তাঁর দেহ উদ্ধার করেছে ৷ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, ঝরনা মহন্ত মাঝেমধ্যে রান্নার কাজ করতেন ৷ সেই সঙ্গে কীর্তনের দলের সঙ্গেও ঘুরতেন ৷ তাঁর তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ৷ তাঁরাই মায়ের দেখাশোনা করতেন ৷ গত রবিবার ঝরনাদেবীর নাতি সম্রাট দাস দিদার সঙ্গে দেখা করতে যান ৷ সেখানে গিয়ে মোবাইলে পর্নোগ্রাফি দেখছিলেন তিনি ৷ ঝরনা মহন্ত সেটি দেখে ফেলেন, বিষয়টি তিনি তাঁর মেয়ে এবং জামাইকে জানাবেন বলে স্থির করেন ৷ সম্রাটকেও সে কথা জানানোয় দিদার উপর রেগে যান কিশোর ৷ অভিযোগ, সেই রাগেই ঝরনাদেবীকে হাত-পা বেঁধে খুন করে সম্রাট ৷

শুধু খুন করাই নয় ৷ ঘটনার পর ঝরনা মহন্তর বাড়িতে বাইরে থেকে তালা মেরে দেন সম্রাট ৷ তাঁর মেয়েরা গতকয়েকদিন ধরে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলেন ৷ কিন্তু, ঝরনাদেবী ফোন তুলছিলেন না ৷ মঙ্গলবার রাতে তাঁদের সন্দেহ হওয়ার পর পুলিশে খবর দেওয়া হয় ৷ কিন্তু, সেখানে গিয়ে দেখা যায় বাইরে থেকে বাড়িতে তালা মারা ৷ এরপর পুলিশ তালা ভেঙে ভিতরে ঢোকে ৷ দেখা যায় মশারির ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন ঝরনা মহন্ত ৷

আরও পড়ুন: গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার প্রেমিক

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার উমেশ গণপত খন্ডবাহালে জানান, তদন্তকারীরা জানতে পারেন শেষবার ঝরনা মহন্তের সঙ্গে দেখা করতে এসেছিলেন সম্রাট ৷ এরপর পুলিশ সম্রাটকে জিজ্ঞাসাবাদ করলে, খুনের কথা স্বীকার করে নেন তিনি ৷ তাঁর বিরুদ্ধে ময়নাগুড়ি থানার পুলিশ 302 ও 201 ধারায় মামলা রুজু করেছে ৷ সম্রাট ময়নাগুড়ি কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.