পশ্চিমবঙ্গ

west bengal

Human Skull: অণ্ডালে রাস্তার ধার থেকে উদ্ধার মানুষের মাথার খুলি, আতঙ্ক এলাকায়

By

Published : May 3, 2023, 10:11 PM IST

পশ্চিম বর্ধমানের অণ্ডালের ধাণ্ডাডিহি এলাকায় মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ৷

Recover of Human Skull
রাস্তার ধার থেকে উদ্ধার মানুষের মাথার খুলি

রাস্তার ধার থেকে উদ্ধার মানুষের মাথার খুলি

অণ্ডাল (পশ্চিম বর্ধমান), 3 মে: অণ্ডালের ধাণ্ডাডিহি এলাকায় মানুষের মাথার খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বুধবার দুপুরে ধাণ্ডাডিহি গ্রামের একেবারে শেষ প্রান্তে শ্মশানের কাছে উদ্ধার হয়েছে মানুষের মাথার খুলিটি ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷

স্থানীয় সূত্রে খবর, ধাণ্ডাডিহি থেকে রানিগঞ্জ মঙ্গলপুর যাওয়ার রাস্তাটা একটু নির্জন ৷ ঝোপঝাড়ে ভর্তি ৷ ফলে লোকজনের যাতায়াত খুব বেশি লক্ষ্য করা যায় না ৷ তবে বেশ কয়েকদিন ধরেই একটা পচা গন্ধ পাচ্ছিলেন এলাকার মানুষেরা ৷ কিন্তু ঠাহর করতে পারছিলেন না, কীসের পচা গন্ধ বা কোথা থেকে আসছে এই গন্ধ ৷ এরপর বুধবার সকালে দেখা যায় রাস্তার কয়েকটি কুকুর হঠাৎই কয়েকটি হাড়গোড় নিয়ে টানাটানি করছে ৷ বিষয়টি নজরে আসতেই এগিয়ে আসেন এলাকার কয়েকজন মানুষ ৷ তখনই পিলে চমকে যায় তাঁদের ৷ তাঁরা একটি মাথার খুলি পড়ে থাকতে দেখেন ঝোপের কাছে ৷

এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় অণ্ডাল থানার পুলিশকে ৷ পুলিশ এসে মাথার খুলির সঙ্গে বেশ কিছু পুরনো জামাকাপড়ও পরে থাকতে দেখেন ৷ ঘটনায় এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ৷ স্থানীয় বাসিন্দা সৈয়দ গোলাম বলেন, "15 দিন ধরে এই এলাকা দিয়ে যাওয়ার সময় পচা দুর্গন্ধ পাচ্ছিলেন এলাকার মানুষ। প্রথমে মনে হয়েছিল কোনও মরা কুকুর মরে পচে পড়ে রয়েছে ৷ তাই এই গন্ধ ৷ কিন্তু আজ সত্য উদঘাটন করেছে অণ্ডাল পুলিশ। আমাদের এলাকার হবে না কেউ ৷ মনে হয় বাইরে থেকে কেউ ফেলে দিয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন: আদালতে সাক্ষী দিয়ে ফেরার পথে ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, বজবজে চাঞ্চল্য

উল্লেখ্য, মানুষের মাথার খুলি ও হাড়গোড় ইতিমধ্যেই অণ্ডাল থানার পুলিশ নিয়ে গিয়েছে ৷ পুরনো জামা কাপড় শনাক্ত করতে পারেননি স্থানীয়দের কেউই। ঘটনা তদন্ত শুরু করছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পাশাপাশি, পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুলিটি মহিলা না পুরুষের তা জানার পাশাপাশি এই সম্পর্কিত অন্যান্য বিষয় তদন্তের স্বার্থে জানতে দুর্গাপুর ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে সবকিছু ৷

ABOUT THE AUTHOR

...view details