পশ্চিমবঙ্গ

west bengal

Swasthya Sathi: স্বাস্থ্যসাথী থাকা সত্ত্বেও রোগীর পরিবারের কাছে মোটা টাকা দাবি !

By

Published : Nov 10, 2022, 6:46 PM IST

Durgapur Hospital claim money from patient family even after they present Swasthya Sathi card

স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ডে ভর্তি হওয়া রোগীর পরিবারের সদস্যদের কাছ থেকে 65 হাজার টাকা দাবি করা হল ! কাঠগড়ায় দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টার এলাকার বেসরকারি হাসপাতাল ৷

দুর্গাপুর, 10 নভেম্বর: স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ড থাকা সত্ত্বেও রোগীর পরিবারের কাছ থেকে চিকিৎসার খরচ বাবদ মোটা টাকা চাওয়ার অভিযোগ উঠল একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ৷ এমনকী, দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে 86 বছরের বৃদ্ধাকে হাসপাতালে আটকে রাখারও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা ৷

86 বছরের ওই রোগীর নাম মেনকা সেন ৷ তিনি দুর্গাপুরের বেনাচিতির মহিস্কাপুর প্লট এলাকার বাসিন্দা ৷ তাঁর নাতি শান্তনু সেন জানিয়েছেন, "গত 4 নভেম্বর ঠাকুমাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ ওঁর জ্বর হয়েছিল ৷ শ্বাসকষ্টও ছিল ৷ স্বাস্থ্যসাথী কার্ডেই ওঁকে ভর্তি করা হয় ৷ তবুও আমাদের কাছ থেকে সব মিলিয়ে প্রায় 15 হাজার টাকা নেওয়া হয়েছে ৷ আরও 65 হাজার টাকা চাওয়া হচ্ছে ৷ ওই টাকা না মেটালে রোগীকে ছাড়বে বলে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ 86 বছরের এক বৃদ্ধাকে এভাবে আটকে রাখা হয়েছে ৷"

কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল ৷

আরও পড়ুন:প্রত্যাখ্যাত স্বাস্থ্যসাথী কার্ড ! বিনা চিকিৎসায় পঙ্গুত্বের মুখে মালদার পরিযায়ী শ্রমিক

কিন্তু, এই পরিস্থিতি তৈরি হল কেন ? সরকারি নিয়ম অনুসারে, স্বাস্থ্যসাথী কার্ডে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকার পরিষেবা তো বিনামূল্যে পাওয়ার কথা ৷ শান্তনু জানিয়েছেন, তাঁকে হাসপাতালের তরফে অন্য কথা বলা হয়েছে ৷ স্বাস্থ্য কার্ডে নাকি চিকিৎসার সব খরচ দেওয়া হয় না ! তাই, সেই টাকা রোগীকে বা তাঁর পরিবারকেই মেটাতে হবে ! এই অবস্থায় বিপাকে পড়েছেন সেন পরিবারের সদস্যরা ৷ সমস্য়ার সমাধান চেয়ে বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমাশাসক এবং স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা ৷ প্রশাসন সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও, কাজের কাজ কিছুই হয়নি ৷

এদিকে, বৃদ্ধাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে মরিয়া পরিবারের সদস্যরা ৷ কিন্তু, তাঁকে কিছুতেই হাসপাতাল থেকে 'রিলিজ' করা হচ্ছে না ! এমনকী, পরিবারকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট 65 হাজার টাকা মেটাতে হবে নগদে ৷ এবং তার বদলে কোনও রসিদও দেওয়া হবে না ! যদিও এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details