পশ্চিমবঙ্গ

west bengal

Anubrata Mondal: 'জানলার কাচ তুলে দাও !' লটারি নিয়ে প্রশ্ন কানে যেতেই বললেন কেষ্ট

By

Published : Nov 11, 2022, 12:50 PM IST

Updated : Nov 11, 2022, 1:15 PM IST

আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) চত্বরে মেজাজ হারালেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ গরুপাচার মামলায় (WB Cattle Smuggling Scam) এদিন তাঁকে আদালতে পেশ করা হয় ৷ আদালতে ঢোকার মুখে লটারি দুর্নীতি (WB Lottery Scam) নিয়ে প্রশ্ন শুনেই বিরক্ত হন অনুব্রত ৷

Anubrata Mondal reaction on questions over WB Lottery Scam
Anubrata Mondal: 'জানলার কাচ তুলে দাও !' লটারি নিয়ে প্রশ্ন শুনেই বললেন কেষ্ট

আসানসোল, 11 নভেম্বর:মেজাজ হারালেন কেষ্ট ! সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়াতে জানলার কাচ তুলে দিতে বললেন পুলিশকর্মীকে ! শুক্রবার সকালে এই ঘটনার সাক্ষী থাকল আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) চত্বর ৷ ঠিক কী ঘটেছিল এদিন ?

গরুপাচার মামলায় (WB Cattle Smuggling Scam) এদিনই আদালতে পেশ করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ সেই মতো নির্দিষ্ট সময়ে কেষ্টকে নিয়ে আদালতে পৌঁছে যায় পুলিশের এসইউভি ৷ এদিকে, সিবিআই (CBI) সূত্রে খবর, 'গরুপাচারের কালো টাকা সাদা করতেই নাকি একের পর এক লটারি জেতানো (WB Lottery Scam) হয়েছে' অনুব্রত এবং তাঁর মেয়েকে সুকন্য়া মণ্ডলকে (Sukanya Mondal) ! এদিন কেষ্ট আদালত চত্বরে পৌঁছতেই স্বাভাবিকভাবেই এ নিয়ে তাঁকে প্রশ্ন করতে শুরু করেন সাংবাদিকরা ৷ আর তাতে স্পষ্টতই বিরক্ত হন অনুব্রত ৷ গাড়ির ভিতর তাঁর সঙ্গে থাকা পুলিশকর্মীকে তৃণমূলের এই দাপুটে নেতা বলেন, "জানলার কাচ তুলে দাও !"

বিরক্ত কেষ্ট !

আরও পড়ুন:কেষ্টকে বীরভূমের বাঘ বললেন ফিরহাদ, নাম করে পার্থর জন্য তৃণমূল লজ্জিত বলেও মানলেন

উল্লেখ্য, গত 29 অক্টোবর অনুব্রত মণ্ডলকে শেষবার বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল ৷ সেদিন তাঁকে ফের একবার বিচার বিভাগীয় হেফাজতে (Judicial Custody) পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক ৷ ওই দিন শুনানিতে অনুব্রতর আইনজীবীরা দাবি করেছিলেন, তাঁদের মক্কেল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ৷ অন্যদিকে, সিবিআই-এর বক্তব্য ছিল, অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ৷ তাই তাঁকে কোনওভাবে জামিন দেওয়া উচিত নয় ৷ তাহলেই তিনি তদন্ত এবং সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন ৷ আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যুক্তি মেনে নিয়ে অনুব্রতকে ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় ৷

এদিকে, অনুব্রতকে সিবিআই গ্রেফতার করলেও এখন ইডি (ED)-এর পক্ষ থেকেও এই মামলার তদন্ত শুরু করা হয়েছে ৷ ইডি-এর নির্দেশে দফায় দফায় তাদের দিল্লির সদর কার্যালয়ে হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদ সামলাতে হচ্ছে অনুব্রতর মেয়ে সুকন্য়াকে ৷ এরই মধ্যে সিবিআই দাবি করেছে, তারা মোট পাঁচটি লটারির টিকিটের হদিশ পেয়েছে ৷ সেই টিকিটগুলির বিনিময়ে অনুব্রত এবং সুকন্যাকে লক্ষ লক্ষ টাকার পুরস্কার 'পাইয়ে দেওয়া হয়েছে' ! তাই স্বাভাবিকভাবেই রাজ্যে এবার লটারি দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এদিন তেমনই প্রশ্নের সম্মুখীন হতে হল বীরভূমের কেষ্টকেও ৷

Last Updated :Nov 11, 2022, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details