পশ্চিমবঙ্গ

west bengal

হরিহরপাড়ায় গাড়ি থেকে নামিয়ে তৃণমূল নেতার মাথায় ও বুকে গুলি

By

Published : Jul 12, 2019, 4:17 PM IST

Updated : Jul 12, 2019, 9:10 PM IST

আজ সকালে প্রদীপ ডাঙা থেকে দুই তৃণমূল কর্মীর সঙ্গে গাড়ি করে বাড়ি ফিরছিলেন সফিকুল হাসান । সেইসময় কয়েকজন দুষ্কৃতী গাড়ি করে এসে তাঁদের পথে আটকায় । তাঁরা সফিকুলকে গাড়ি থেকে নামিয়ে তাঁর মাথায় ও বুকে গুলি করে ।

সফিকুল হাসান

হরিহরপাড়া, 12 জুলাই : প্রকাশ্যে তৃণমূল নেতার মাথায় ও বুকে গুলি । অভিযোগের তির কংগ্রেসের দিকে । মুর্শিদাবাদের হরিহরপাড়ার ঘটনা । মৃতের নাম সফিকুল হাসান ।

হরিহরপাড়া ব্লকের সাধারণ সম্পাদক ছিলেন সফিকুল । তাঁর বিবি হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান । আজ সকালে প্রদীপডাঙা থেকে দুই তৃণমূল কর্মীর সঙ্গে গাড়ি করে বাড়ি ফিরছিলেন সফিকুল । সেইসময় কয়েকজন দুষ্কৃতী গাড়ি করে এসে তাঁদের পথে আটকায় । সফিকুলকে গাড়ি থেকে নামিয়ে মাথায় ও বুকে গুলি করে । এরপর বোমাবাজি করে এলাকা ছেড়ে পালিয়ে যায় ।

ভিডিয়োয় শুনুন আহিনুলের বক্তব্য

গুলির শব্দশুনে ঘটনাস্থানে যায় স্থানীয় বাসিন্দারা । তারা সফিকুলকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় হরিহরপাড়া থানার পুলিশ । তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Last Updated : Jul 12, 2019, 9:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details