পশ্চিমবঙ্গ

west bengal

Snake Bite: সাপের কামড়ের পর কী করবেন ? জানাবে রাজ্যের নয়া অ্যাপ

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 8:15 PM IST

এখনও সাপের কামড়ের ফলে মানুষ বাস করে অন্ধবিশ্বাস ও কুসংস্কারে । তাতে নষ্ট হয় বহু সময় । তাই কি করা দরকার এবার তা জানতে রাজ্য সরকারের নয়া ভাবনা ।

Snake Bite News
সাপের কামড়ের পর কী করবেন

কলকাতা, 2 অক্টোবর: সাপের কামড়ের পর প্রাণ বাঁচাতে করণীয় কী ? সে বিষয়ে এখনও অবগত নয় বহু মানুষ । এদিকে রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত বছরে পশ্চিমবঙ্গে সাপের কামড়ে মৃত্যু প্রায় 360 ৷ যদিও বেসরকারি সূত্রে এই সংখ্যা 500 ছাড়িয়ে গিয়েছে । এখনও সাপের কামড়ের ফলে মানুষ বাস করে অন্ধবিশ্বাস ও কুসংস্কারে । তাতে নষ্ট হয় বহু সময় । তাই কি করা দরকার এবার তা জানতে রাজ্য সরকারের নয়া ভাবনা । একটি অ্যাপ যা বলে দেবে যাবতীয় তথ্য ।

গুগল প্লে স্টোর থেকেই নিজের ফোনে ডাউনলোড করা যাবে এই অ্যাপটি । যার নাম, "স্নেকবাইট প্রিভেনশন অ্যান্ড রেসকিউ" (Snake Bite prevention and Rescue)। এই অ্যাপের মাধ্যমে সাপের কামড়ের পর কী কী করণীয় সেই সব তথ্য থাকবে । প্রাথমিক চিকিৎসা কী ? নিকটবর্তী কোন হাসপাতালে গেলে মিলবে অ্যান্টিভেনাম সেই তথ্যও বলে দেবে রাজ্য সরকারের এই অ্যাপ । চিকিৎসকদের মতে, সাপে কামড়ানোর পর অনেকেই ভুল চিকিৎসার জন্য প্রাণ হারায় । গ্রামগঞ্জের মানুষেরা কুসংস্কার আচ্ছন্ন থাকে । শহরে কোথায় গেলে ঠিকঠাক চিকিৎসা হবে তা অনেকেরই অজানা । তাই এই অ্যাপ রাজ্যবাসীকে অনেকটাই সাহায্য করবে বলে মত তাদের ।

এখনও সাপের কামড়ের ফলে মানুষ বাস করে অন্ধবিশ্বাস ও কুসংস্কারে

এই অ্যাপে বাংলা ও ইংরেজি দুটো ভাষারই সুবিধা রয়েছে । কোন সাপ কামড়ালে কী করা উচিত সেই সব কিছুই লেখা রয়েছে । আবার কোন সাপের ছবি তুলে যদি ওই অ্যাপে দেওয়া হয় তাহলে তার প্রজাতি এবং কামড়ালে কি হতে পারে সেই সবকিছুই দেখিয়ে দেবে। এখানেই শেষ নয়, যদি কোন সাপুরের প্রয়োজন হয় তাহলেও ওই অ্যাপের তাদের যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করে সাপ উদ্ধার করাও সম্ভব। এই অ্যাপ সম্পর্কে রাজ্যের স্বাস্থ্য দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, " মানুষ যাতে সচেতন এবং কোথায় গেলে দ্রুত চিকিৎসা পেতে পারেন সেই সাহায্য করার জন্যই এই অ্যাপ । "

সাপের কামড়ের পর কী করবেন

তবে এই অ্যাপের প্রচারের জন্য ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে এক বেসরকারি স্বেচ্ছাসেবীর সঙ্গে। তাঁদের তরফ থেকে দুর্গাপুজোর সময় থেকেই এই বিষয়ে নজর দেওয়া হয়েছে । এই সংস্থার রিজিওনাল কো-অর্ডিনেটর স্নেহেন্দু কোনার বলেন," এই অ্যাপ রাজ্য সরকারের রয়েছে। তবে প্রচার না থাকায় বহু মানুষ জানেন না । তাই এই অ্যাপের প্রচারের কাজে আমরা এগিয়ে এসেছি। শহরের পাশাপাশি গ্রামেও এই অ্যাপকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া চেষ্টা চলছে ।"

জানাবে রাজ্যের নয়া অ্যাপ

আরও পড়ুন:ডেস্কে টানা বসলেই কাঁধ টনটন, মুক্তি পেতে ব্যায়ামের পদ্ধতি বাতলালেন শিল্পা

ABOUT THE AUTHOR

...view details