পশ্চিমবঙ্গ

west bengal

Azad Kashmir in WBBSE Test Paper: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে 'আজাদ কাশ্মীর'

By

Published : Jan 17, 2023, 4:17 PM IST

Updated : Jan 17, 2023, 5:28 PM IST

Azad Kashmir in WBBSE Test Paper ETV Bharat
টেস্ট পেপারের প্রশ্নে আজাদ কাশ্মীর

মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে লেখা 'আজাদ কাশ্মীর' (Azad Kashmir in WBBSE Test Paper)। মালদার রামকৃষ্ণ মিশনের প্রশ্ন নিয়ে বিতর্কের সৃষ্টি হল ৷

টেস্ট পেপারের প্রশ্নে 'আজাদ কাশ্মীর'

কলকাতা, 17 জানুয়ারি:মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে জ্বলজ্বল করছে 'আজাদ কাশ্মীর' লেখাটি (Azad Kashmir in WBBSE Test Paper)। এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ৷ মালদার একটি স্কুলের এই প্রশ্নপত্র নিয়ে তোপ দেগে রাজ্যের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ এনেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার ৷ তবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের দাবি, এ ক্ষেত্রে ইতিহাসের একটি তথ্যকে তুলে ধরা হয়েছে ৷

মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর':সামনেই মাধ্যমিক পরীক্ষা । আর সে ক্ষেত্রে প্রতিবারের মতো এ বারও প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার (WBBSE test paper)। সেখানে প্রশ্ন দেখে চক্ষু চড়ক গাছ ছাত্রছাত্রী ও অভিভাবকদের । টেস্ট পেপারের একটি প্রশ্ন ঘিরে দানা বেঁধেছে বিতর্ক । 132 নম্বর পাতায় মানচিত্র শনাক্তকরণের প্রশ্নে লেখা রয়েছে 'আজাদ কাশ্মীর'।

টেস্ট পেপারের প্রশ্নে 'আজাদ কাশ্মীর'

মালদার রামকৃষ্ণ মিশনের প্রশ্ন:মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের স্তম্ভ 'খ'-এ উপবিভাগ 2.4 -এর প্রশ্নে বলা আছে, 'প্রদত্ত ভারতবর্ষে রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর'। সেখানেই এক নম্বরে লেখা রয়েছে 'আজাদ কাশ্মীর'। কাশ্মীরের আগে কেন 'আজাদ' কথাটি ব্যবহার করা হল ? সেই নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে ।

রাজ্যের বিরুদ্ধে তোষণের অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর:এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার । তিনি জানান, "এই ধরনের যে নেগেটিভ ন্যারেটিভ ছাত্রদের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা অত্যন্ত ভুল । এই ধরনের নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা ঠিক নয় । যে রাজ্যে এগুলি দেখা যায়, সেখানকার মানসিকতাকে বুঝে শিক্ষকও সেই একই চিন্তাভাবনা তৈরি করার চেষ্টা করেন । এখানকার রাজ্য সরকারের একটা তোষণমূলক মনোবৃত্তি রয়েছে । সেটিকে প্রশ্রয় দেওয়ার জন্যই এই ধরনের কাজ করা হচ্ছে ।"

আরও পড়ুন:কাশ্মীর শুধরে গিয়েছে, বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে, বন্দে ভারতে হামলা নিয়ে কটাক্ষ দিলীপের

'আজাদ কাশ্মীর' নিয়ে কেন বিতর্ক :কাশ্মীর নিয়ে বিতর্ক আজকের নয় ৷ কাশ্মীর যে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ, তা মানতে নারাজ বিচ্ছিন্নতাবাদীরা ৷ সেই কারণে তাঁরা 'আজাদ কাশ্মীর'-এর স্লোগান তুলে বারবার অশান্ত করেছেন ভূস্বর্গকে ৷ প্রতিবেশী দেশ পাকিস্তানকে তাঁদের এই বিক্ষোভে ইন্ধন দিতে দেখা যায় ৷ তবে বিচ্ছিন্নতাবাদীদের এই প্রচেষ্টাকে কড়া হাতে সামাল দিয়ে আসছে দিল্লি ৷ মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নপত্রে সেই 'আজাদ কাশ্মীর' কথার উল্লেখ থাকায় তা বিচ্ছিন্নতাবাদীদের দাবিকে মান্যতা দেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

'শুধুই ইতিহাসের তথ্য দেওয়া হয়েছে':এই বিষয়ে ইটিভি ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তপহরনন্দজির সঙ্গে । তিনি জানান, "আমাদের ইতিহাস বিভাগের যে শিক্ষক তিনি এই প্রশ্ন করেছেন । কোনও নেতিবাচক মনোভাব নয়, ইতিহাসে এ ধরনের কথা বলা হয়েছে । এমনকী তিনি আগেও বিভিন্ন টেস্ট পেপার, প্রশ্নপত্রে এই কথার উল্লেখ দেখে তারপর তা ব্যবহার করেছেন । এক্ষেত্রে শুধুমাত্র ইতিহাসের একটি তথ্যকে তুলে ধরা হয়েছে ।"

Last Updated :Jan 17, 2023, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details