ETV Bharat / state

ভোটের মুখে খড়দা থেকে উদ্ধার একাধিক আধুনিক আগ্নেয়াস্ত্র-কার্তুজ, আটক 1

author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 10:49 PM IST

firearms recovered: ভোটের আগে খড়দা থেকে উদ্ধার হল একাধিক আধুনিক আগ্নেয়াস্ত্র-সহ বিপুল পরিমাণ কার্তুজ। আগ্নেয়াস্ত্রে মিলল বিহার যোগও । উদ্বিগ্ন ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেট।

modern firearms recovered
উদ্ধার আগ্নেয়াস্ত্র-সহ বিপুল কার্তুজ (নিজস্ব চিত্র)

উদ্ধার আগ্নেয়াস্ত্র-সহ বিপুল কার্তুজ (নিজস্ব প্রতিনিধি)

ব‍্যারাকপুর, 14 মে: ব‍্যারাকপুরে ভোটের আর সপ্তাহ খানিকও বাকি নেই ৷ তার আগে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দা থেকে মিলল বেআইনি অস্ত্রের হদিস। ওয়াসিম আক্রম নামে কুখ্যাত এক দুষ্কৃতীর ডেরা থেকে উদ্ধার হয়েছে একাধিক আধুনিক অস্ত্রশস্ত্র এবং বিপুল পরিমাণ কার্তুজ। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে তিনটি সেভেন এমএম পিস্তল, একটি রিভলবার এবং 18 রাউন্ড কার্তুজ। ঘটনার সঙ্গে বিহার যোগের প্রমাণ মিলেছে বলেও জানা গিয়েছে। ভোটের আগে বিপুল অস্ত্রের হদিস মেলায় উদ্বিগ্ন ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেট।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি আইপিএলে জুয়ার টাকা লাগিয়ে হেরে গিয়েছিলেন কয়েকজন। সেই লোকসানের টাকা পুষিয়ে নিতে খড়দার বিবেকনগরের এক ব্যবসায়ীর কাছে তোলা চেয়ে হুমকি দেন দুষ্কৃতীরা। কিন্তু, তোলার টাকা দিতে রাজি হননি ওই ব্যবসায়ী। অভিযোগ, এরপরই ওয়াসিম নামে ওই দুষ্কৃতী দলবল নিয়ে এসে রাতের অন্ধকারে ব্যবসায়ীর দোকান লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ীকে হুমকির অভিযোগ এবং গুলি-কাণ্ডের ঘটনার তদন্তে নেমে এই বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজের হদিস পায় খড়দা থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়াসিম ওরফে আফরোজ নামে ওই দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিশের বিশেষ তদন্তকারী দল।

তাঁকে জেরা করেই সন্ধান মিলেছে এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের। পুলিশ সূত্রে খবর, ওয়াসিম টিটাগড় এলাকার কুখ্যাত দুষ্কৃতী। তাঁর বিরুদ্ধে পুলিশের খাতায় তোলাবাজি-সহ নানান অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এই বিষয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) কুলদীপ শোনওয়ানে বলেন, "আইপিএল-এ প্রায় 20 লক্ষ টাকার জুয়া খেলে হেরে গিয়েছিলেন ওয়াসিম আক্রম নামে ওই দুষ্কৃতী। এরপরই লোকসানের টাকা তুলতে খড়দার ব‍্যবসায়ীকে টার্গেট করা হয়। ওই ব‍্যবসায়ীর সম্পর্কে আগে থেকেই সবকিছু জানতেন ওয়াসিম।কিন্তু, টাকা না পাওয়ায় সপ্তাহ খানেক আগে তাঁর দোকান লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ওয়াসিম ছাড়াও এই ঘটনায় বিহারের দুই দুষ্কৃতীর যোগ মিলেছে। তাঁদের খোঁজ চলছে। তাদেরও দ্রুত গ্রেফতার করা হবে।"

আরও পড়ুন

ট্রাকের সঙ্গে সংঘর্ষ ! ঘটনাস্থলে মৃত 6, আশঙ্কাজনক 1

আদালতে আত্মসমর্পণ পিয়ালি দাসের, 7 দিনের জেল হেফাজতের নির্দেশ

প্রায় 35 লক্ষ টাকার নকল মদ আটক করল আবগারি দফতর, গ্রেফতার 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.