পশ্চিমবঙ্গ

west bengal

100 দিনের কাজ-সহ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আম্বেদকর মূর্তির সামনে ধরনা তৃণমূলের

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 5:21 PM IST

Trinamool Congress Dharna at Assembly: মঙ্গলবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির নিচে ধরনা দেয় তৃণমূল ৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তারা এই ধরনা দেয় ৷ আরও এই দু’দিন তাদের এই কর্মসূচি চলবে ৷

Trinamool Congress Dharna at Assembly
Trinamool Congress Dharna at Assembly

কলকাতা, 28 নভেম্বর: 100 দিনের প্রকল্পে বকেয়ার দাবিতে ও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে । মঙ্গলবার একই দাবিতে বিধানসভা চত্বরে ধরনা দিল বাংলার শাসক দল ৷

এ দিন বিকেল 3টেয় বিধানসভার অধিবেশনের শেষে আম্বেদকর মূর্তির পাদদেশে এই ধরনা ও অবস্থানে বসেন তৃণমূল কংগ্রেস বিধায়কেরা । এ দিন এই কর্মসূচি চলাকালীন একদিকে বিধায়করা যেমন বিধানসভা চত্বরের ভিতরে স্লোগান দেন, একইভাবে বাইরেও তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ এসে জড়ো হয়ে স্লোগান দেন । এক ঘণ্টার এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো প্রথম সারির তৃণমূল নেতারা ।

উল্লেখ্য, গত 23 নভেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন বসে ৷ সেই অধিবেশন থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনা কর্মসূচি করার নির্দেশ দিয়েছিলেন ৷ জানিয়েছিলেন যে 28, 29 ও 30 নভেম্বর, তিনদিন বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা ধরনা দেবেন । সেই মতোই এ দিনের কর্মসূচি হয় ৷

ফিরহাদ হাকিমের বক্তব্য, বারবার তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছেছেন । বারবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়ার জন্য আবেদন করেছেন । বিশেষ করে আবাস যোজনা, সড়ক বা 100 দিনের কাজ যাঁরা করেছেন, তাঁদের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ । কেন্দ্রীয় সরকার তথা সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে বারবার এই সংক্রান্ত তথ্য পাঠানো হলেও এখনও পর্যন্ত টাকা পাওয়া যায়নি । এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন তিনি ।

এ দিন রাজ্যের শাসক দলের তরফ থেকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামিকাল বুধবার যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ধর্মতলায় বক্তব্য রাখবেন, ঠিক তখনই একই ভাবে ধরনা অবস্থান চালাবে তৃণমূল । আগামিকাল তৃণমূল বিধায়করা এই ধরনা বা অবস্থানে কালো কাপড় নিয়ে উপস্থিত হবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. কথা রাখলেন অভিষেক, শাহি সভার আগেই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের বাড়িতে পৌঁছল আর্থিক সাহায্য!
  2. 'শহিদদের স্মৃতিচারণা আর মিথ্যাচারের সভা এক নয়', একুশের সভাস্থলে বিজেপির সভা নিয়ে আক্রমণ ফিরহাদের
  3. মনরেগায় জব কার্ড হোল্ডারদের একাংশকে অভিষেকের টাকা দেওয়া নিয়ে কুণাল-রাহুল তরজা

ABOUT THE AUTHOR

...view details