পশ্চিমবঙ্গ

west bengal

RSS Headquarter in Bengal : বাংলার কেশব ভবন থেকেই উত্তর-পূর্ব ভারতের 7 রাজ্যের কাজে আরএসএস

By

Published : Apr 24, 2022, 7:38 AM IST

উত্তর-পূর্ব ভারতের মধ্য়ে বাংলায় আরএসএস প্রধান সদর দফতর কেশব ভবন (RSS Headquarter in Bengal) ৷ বাংলা থেকেই 7 রাজ্যের কাজ শুরু করল নাগপুর ।

RSS North East Headquarter
আরএসএসের প্রধান সদর দফতর কেশব ভবন

কলকাতা, 24 এপ্রিল: নাগপুরের নির্দেশেই এবার উত্তর-পূর্ব ভারতের মধ্য়ে বাংলায় আরএসএস প্রধান সদর দফতর 'কেশব ভবন' তা আগেই ঘোষণা হয়েছিল (RSS Headquarter in Bengal) । এবার বাংলা থেকেই 7টি রাজ্যের কাজ শুরু করল নাগপুর । বাংলা থেকেই সাত রাজ্যে সংগঠন বিস্তারের পরিকল্পনা আরএসএসের । সাতটি রাজ্যের সঙ্ঘের কর্মকাণ্ড পরিচালনা শুরু হল । লোকসভা নির্বাচনের আগে সংগঠন বিস্তারের কাজে গতি আনতে কার্যত বেনজির পথে হাঁটছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস ।

সঙ্ঘের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ত্রিপুরা, সিকিম, অসম, বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে সঙ্ঘের সমস্ত কাজকর্ম শুরু করল কলকাতার দফতর থেকেই । বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কলকাতার সঙ্গে যোগযোগ রেখে চলতে হবে ওই সমস্ত রাজ্যের আরএসএস কার্যকর্তাদের ৷ গুরুত্বপূর্ণ বৈঠকও হবে কলকাতাতেই ।

সঙ্ঘের কার্যকলাপের সঙ্গে জড়িতদের অনেকেই মনে করেন এই ধরনের পদক্ষেপ অতীতে আর কখনও করা হয়নি । কিন্তু এবার সেই পথেই হাঁটল আরএসএস । হঠাৎ এমন সিদ্ধান্ত হল কেন ? তারও নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছেন আরএসএসের এক শীর্ষ নেতা । তিনি বলেন, "কলকাতা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার । এখান থেকে দেশের যে কোনও অংশে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায়, তাই কলকাতা এই কয়েকটি রাজ্যের হেড কোয়ার্টার হলে শীর্ষ নেতাদের পক্ষে নজরদারি করা সুবিধাজনক হবে । দ্রুত কলকাতায় এসে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাঁরা অন্য কাজে চলে যেতে পারবেন ।"

আরও পড়ুন :RSS West Bengal : এবার বামেদের ধাঁচে পশ্চিমবঙ্গে সর্বক্ষণের কর্মী নিয়োগ করবে আরএসএস

রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভালো ফল না হওয়ায় ফের ঘুরে দাঁড়াতে আরএসএসের আরও সক্রিয় সাহায্য লাগবে বিজেপির । অনেকেই মনে করছেন লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে ঢেলে সাজালে তার সরাসরি প্রভাব পড়তে পারে ভোটের ফলের উপর । তাই আগে থেকেই নির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার কাজ শুরু করছে আরএসএস । তাই আরএসএসের নতুন পদক্ষেপ আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে পারে কি না সেটাই এখন দেখার ।

এর পাশাপাশি আরও কয়েকটি সম্ভবনার কথা শোনা যাচ্ছে আরএসএসের (Rashtriya Swayamsevak Sangh) অন্দরে । রাজ্যস্তরের এক প্রবীণ সংগঠক জানালেন, অদূর ভবিষ্যতে এই সমস্ত রাজ্যে সংগঠন বিস্তারে প্রভূত সুযোগ রয়েছে । এই অবস্থায় প্রয়োজন ছিল একটি বড় সিদ্ধান্তের । তাই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details