পশ্চিমবঙ্গ

west bengal

West Bengal Weather Update: আজও গরম অব্যাহত, নতুন সপ্তাহে বৃষ্টি ফিরবে

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 7:03 AM IST

Updated : Sep 17, 2023, 9:04 AM IST

দক্ষিণবঙ্গের কপালে আজও বৃষ্টির দেখা নেই ৷ তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তাতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মিটবে কিনা তা নিয়ে আবহবিদরা সন্দিহান ৷

Etv Bharat
বৃষ্টি

কলকাতা, 17 সেপ্টেম্বর: নতুন সপ্তাহে বৃষ্টি ফিরবে দক্ষিণবঙ্গে। তবে আজ রবিবারও বৃষ্টি সেভাবে হবে না। পয়লা জুন থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘাটতির পরিমাণ 25 শতাংশ। ক্যালেন্ডার বলছে ভাদ্র পেরিয়ে আশ্বিনে চলে যেতে আর মাত্র দু'দিন বাকি। এই ক'দিনে বৃষ্টি ঝোড়ো ইনিংস খেললেও ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা কম। তাই নতুন সপ্তাহে বৃষ্টি ফিরলেও দক্ষিণবঙ্গে ঘাটতি থাকবেই।

উত্তরবঙ্গে ছবিটা বিপরীত। সেখানে বৃষ্টি উদ্বৃত্ত। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের হিসেবও সে কথাই বলছে। হাওয়া অফিসের আবহবিদরা বলছেন, নিম্নচাপ দূরত্ব বাড়াচ্ছে। যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা অনেকটাই সরে গিয়েছে। বর্তমানে তা মধ্যপ্রদেশের পূর্ব দিকে রয়েছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়েই রয়েছে। ফলে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

গত দু'দিন ধরেই বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে তবে তা ছিটেফোঁটা। বাড়তে থাকা তাপমাত্রায় রাশ টানার পক্ষে যথেষ্ট নয়। কারণ শনিবার এবং আজ রবিবার আর্দ্রতাজনিত গরম অনেকটাই ফিরেছে । আগামিকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি ফিরবেই শুধু নয়, বাড়বেও ।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ইতিমধ্যে কমতে শুরু করেছে । তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে । শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95 শতাংশ। আজ রবিবার দিনের আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

আরও পড়ুন : বিশ্বকর্মার হাতে চন্দ্রযান-3! ইসরোর সাফল্য উদযাপনে তাক লাগালেন দাসপুরের মৃৎশিল্পী

Last Updated :Sep 17, 2023, 9:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details