পশ্চিমবঙ্গ

west bengal

Breastfeeding Room: কর্পোরেশনের উদ্যোগে তৈরি হচ্ছে স্তনপান-কক্ষ

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 7:13 PM IST

কলকাতার যে সমস্ত সরকারি হাসপাতাল রয়েছে সেখানে তৈরি হচ্ছে স্তনপান কক্ষ ৷ সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে হাসপাতাল চত্বরেই কলকাতা কর্পোরেশন তৈরি করছে বিশেষ কক্ষ।

Breastfeeding Room
কর্পোরেশনের উদ্যোগে তৈরি হচ্ছে স্তনপান কক্ষ

কলকাতা, 3 সেপ্টেম্বর: কেউ গাছতলার ছায়াতে, কেউ টিনের ছাউনির তলায় কাপড় ঢাকা দিয়ে প্রকাশ্যেই সন্তানকে স্তন পান করাতে বাধ্য হন। এনআরএস হোক বা আরজিকর কিংবা এসএসকেএম হাসপাতালে শিশু চিকিৎসা বিভাগ বা অন্য কোনও জায়গাতেও এই ছবি খুবই চেনা। আকছার দেখা যায়। বিব্রত হলেও বিকল্প না-পেয়েই আপস করে থাকেন শিশুর মায়েরা। সেই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে চলেছেন মায়েরা। সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে হাসপাতাল চত্বরেই কলকাতা কর্পোরেশন তৈরি করছে বিশেষ কক্ষ।

কলকাতা কর্পোরেশনের এই বিশেষ স্তন পান কেন্দ্রের নাম রাখা হয়েছে পথ-ক্ষণিকা। এই প্রতিশ্রুতি অবশ্য পৌর নির্বাচনে দেওয়া পৌর বোর্ডের 10 দিগন্ত প্রকল্পের। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, আরজিকর হাসপাতাল, এমআর বাঙুর হাসপাতাল, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-সহ আরও বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে কথা হয়েছে কলকাতা কর্পোরেশনের সঙ্গে। তারা জায়গা দিয়েছে। সেই জায়গাতেই হাসপাতাল চত্বরে কলকাতা কর্পোরেশন তৈরি করছে পথ-ক্ষণিকা।

কলকাতায় 144 ওয়ার্ডে একটি করে এমন পথ-ক্ষণিকা হবে সেটা আগেই সিদ্ধান্ত হয়েছিল। সেই মতো বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরদের চিহ্নিত জায়গায় কাজ চলছে। অনেক ক্ষেত্রে জায়গা পাওয়ার সমস্যার মুখেও পড়তে হচ্ছে। তবে হাসপাতাল চত্বরের ভিতরে এই সিদ্ধান্ত আলাদা করে নেওয়া হয়েছে পরবর্তী সময়। এই প্রকল্পে দু'টো ভাগ আছে একটি অংশে মহিলাদের কাপড় পরিবর্তন, স্নানের জায়গা, বেবি কেয়ারের ব্যবস্থা। আরেকটি অংশে থাকবে প্রস্তুত পানীয় জলের ব্যবস্থা, ন্যাপকিন বেন্ডিং মেশিন।

হাসপাতালের পাশাপশি কলকাতার যেসমস্ত ওয়ার্ডগুলোতে এই পথ-ক্ষণিকা কাজ দ্রুত হচ্ছে তার মধ্যে রয়েছে 32 নম্বর ওয়ার্ডে ক্যানেল সার্কুলার রোড, 21 নম্বর ওয়ার্ডে নিমতলা ঘাট স্ট্রিট। 101 নম্বর ওয়ার্ডে বৈষ্ণব ঘাট পাটুলি, 110 নম্বর ওয়ার্ডে পটুলি দমকল কেন্দ্রের পাশে। এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার বলেন, "চার ধরনের নকশায় পথ-ক্ষণিকা হচ্ছে। যেখানে যে নকশা পৌর ইঞ্জিনিয়াররা সঠিক মনে করবেন সেখানে সেটাই হবে। আসন্ন দুর্গা পুজোর আগেই কলকাতার উত্তর-দক্ষিণে একাধিক রাস্তায় পথ-ক্ষণিকা চালু করে দেওয়া হবে।

আরও পড়ুন:যানজট-দুর্ঘটনা ঠেকাতে শহরে আর নতুন হকার বসতে দেবে না কলকাতা পৌরনিগম

ABOUT THE AUTHOR

...view details