পশ্চিমবঙ্গ

west bengal

Tathagata Roy on BJP Defeat : "ফাটা ডিমে আর তা দিয়ে কী ফল পাবে ?", বিজেপির 'চিন্তন বৈঠক'-এর আগে তোপ তথাগতর

By

Published : Mar 5, 2022, 8:12 AM IST

রাজ্যে বিজেপির একের পর এক ব্যর্থতা আর উটপাখির ফাটা ডিমে তা দেওয়াকে মেলালেন তথাগত রায় ৷ কী ইঙ্গিত দিলেন কবিতার লাইনে (Tathagata Roy on BJP Defeat) ?

Tathagata Roy compares BJP with Ostrich
বিজেপির হার নিয়ে তথাগত রায়

কলকাতা, 5 মার্চ : পৌরভোটে হার নিয়ে গেরুয়া শিবিরের আচরণকে উটপাখির সঙ্গে তুলনা করে টুইট করলেন বিজেপি নেতা তথাগত রায় ৷ প্রসঙ্গত, পৌরভোটে মুখ থুবড়ে পড়েছে পদ্মফুল ৷ 108টি পৌরসভার মধ্যে 102টি পৌরসভাই তৃণমূলের ‌দখলে । বিজেপি কয়েকটি ওয়ার্ডে জয়ী হলেও একটি পৌরসভাও পায়নি ৷ গেরুয়া শিবির অবশ্য দাবি করছে, এই ফলাফল জনতার রায় নয় ৷ এটা দখলদারির রাজনীতি ৷ এ প্রসঙ্গে টুইট করলেন তথাগত (BJP leader Tathagata Roy slams Bengal BJP over Civci Poll 2002 defeat) ৷

এই টুইটে তিনি লেখেন, "বিধানসভা ভোটের ফলের পর বিজেপি বিপর্যয় স্বীকার না করে বলেছিল, 3 থেকে বাড়িয়ে 77 তো করেছি ! সেই উটপাখির মতো আচরণের ফল হল আজ পুরভোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া !" একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি 294 টির মধ্যে 77টি আসনে জয় লাভ করে ৷ উল্লেখ্য উটপাখি পৃথিবীর পক্ষীকুলের মধ্যে সবচেয়ে বড় পাখি ৷ তাই ডিমটিও পাখিদের মধ্যে সর্ববৃহৎ ৷ এদিকে বিজেপি দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল ৷ একুশের বিধানসভা ভোটে 77টি আসন পেয়ে কি বেশি আত্মবিশ্বাসী হয়ে ছুটছিল বিজেপি ? অথচ পশ্চিমবঙ্গের পৌরভোটে পদ্মফুল ডিম ফোটাতে পারল না ৷

আরও পড়ুন : Locket Chatterjee On Bengal Civic Poll Results: হার মাথা পেতে নেওয়া উচিত, বিজেপির সমস্ত কর্মী ও নেতাদের আত্মবিশ্লেষণের ডাক লকেটের

একের পর এক ভোট বিপর্যয় এবং তারপর বৈঠক প্রসঙ্গে তিনি টুইটারে লেখেন, "এখন হচ্ছে চিন্তন বৈঠক ? সুধীন দত্তের 'উটপাখি' কবিতা থেকে উদ্ধৃত করে বলতে হয়, "ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে"?' তাহলে কি তিনি বিজেপির এই ব্যর্থতা ফাটা ডিমে তা দেওয়ার মতো ? ফাটা ডিমে তা দিলেও কোনও ভাবেই প্রাণের স্পন্দন মেলে না ৷ তেমনই বিজেপি অভ্যন্তরীণ সংগঠনও কি ফাটে ডিমে পরিণত হয়েছে, সেই ইঙ্গিতই মিলছে তথাগত রায়ের টুইটে ৷

ABOUT THE AUTHOR

...view details