পশ্চিমবঙ্গ

west bengal

WB Cattle Smuggling Scam: বুধেই মুখোমুখি অনুব্রত-সুকন্যা ? মণীশকেও দিল্লিতে তলব ইডির

By

Published : Mar 13, 2023, 9:27 PM IST

Anubrata Mondal and Sukanya Mondal will be Face to Face during ED Interrogation in Delhi
ফাইল ছবি

গরুপাচার মামলায় (WB Cattle Smuggling Scam) ফের দিল্লিতে তলব করা হয়েছে সুকন্যা মণ্ডলকে ৷ আগামী বুধবার অনুব্রত-সুকন্যাকে মুখোমুখি বসিয়ে (Anubrata Mondal and Sukanya Mondal will be Face to Face) জেরা (ED Interrogation) করা হতে পারে ৷

কলকাতা, 13 মার্চ: বুধবারই কি দিল্লিতে বাবা অনুব্রত মণ্ডলের মুখোমুখি হবেন মেয়ে সুকন্যা মণ্ডল (Anubrata Mondal and Sukanya Mondal will be Face to Face) ? ইডির একটি সূত্র বলছে, তেমন সম্ভাবনা নাকি ষোলোয়ানা ! গরুপাচার মামলায় (WB Cattle Smuggling Scam) ধৃত অনুব্রত মণ্ডল আপাতত রয়েছেন দিল্লিতে, ইডি হেফাজতে ৷ দিল্লি যাওয়ার পর থেকে দফায় দফায় দুঁদে ইডি আধিকারিকদের জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে ৷ এদিকে, বেশ কয়েকমাস আগে অনুব্রত-কন্য়া সুকন্যাকেও তাদের দিল্লির দফতরে ডেকে পাঠায় ইডি ৷ সেখানে পরপর কয়েক দিন টানা জেরা করা হয় সুকন্য়াকে ৷ আর এবার অনুব্রত-সুকন্য়াকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা (ED Interrogation) ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবারই সেই কাজ হতে পারে ৷

ইডি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সুকন্যা মণ্ডল ও তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে নোটিশ পাঠিয়ে দিল্লিতে হাজিরা দেওয়ার কথা জানিয়ে দিয়েছে ইডি ৷ তাঁদের সঙ্গে বেশ কিছু নথিপত্রও নিয়ে যেতে বলা হয়েছে ৷ সূত্রের দাবি, গরুপাচার কাণ্ডে হাইপ্রোফাইল বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (Enforcement Directorate) তদন্তকারী আধিকারিকরা ৷

ইডির পক্ষ থেকে আরও জানা গিয়েছে, অনুব্রত-সুকন্যার মুখোমুখি জেরার সময় হাজির থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা ৷ সেই সময় বাবা-মেয়ের বয়ানও রেকর্ড করা হতে পারে ৷ ইডির নজরে রয়েছে বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট ৷ তাদের অনুমান, গরুপাচারের কালো টাকা সাদা করতে মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতেন অনুব্রত ৷ সেই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন:ফের দিল্লির দফতরে সুকন্যাকে তলব ইডির, তৈরি নয়া প্রশ্নমালা

ইডির অভিযোগ, জেরায় একেবারেই সহযোগিতা করছেন না অনুব্রত ৷ অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন তিনি ৷ ইডির দাবি, গরুপাচারে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে কোটি কোটি টাকা 'প্রোটেকশন মানি' নিতেন অনুব্রত ৷ তবে, সেই টাকা সরাসরি নিজে নিতেন না তিনি ৷ বদলে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের মাধ্যমে সেই টাকা চলে যেত সুকন্যার ব্যাংক অ্যাকাউন্টে ৷ এই কারণেই অনুব্রত ও সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করা দরকার বলে মনে করছেন গোয়েন্দারা ৷ একই কারণে মণীশের সঙ্গেও কথা বলতে চাইছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details