পশ্চিমবঙ্গ

west bengal

Mamata Stops Over at Jogomaya: সরস্বতী পুজোয় আচমকা নিজের কলেজে মমতা, গাইলেন 'আকাশ ভরা সূর্য তারা'

By

Published : Jan 26, 2023, 4:11 PM IST

সরস্বতী পুজোয় আচমকা নিজের কলেজ যোগমায়া দেবীতে (Jogamaya Devi College) গিয়ে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)৷ সেখানে ছাত্রীদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি গাইলেন 'আকাশ ভরা সূর্য তারা' ৷

Mamata Banerjee ETV Bharat
যোগমায়া দেবী কলেজে মমতা

কলকাতা, 26 জানুয়ারি:বৃহস্পতিবার রেড রোডে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের শেষে আচমকাই যোগমায়া দেবী কলেজে (Jogamaya Devi College) পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। প্রসঙ্গত, এই যোগমায়া দেবী কলেজই হল তাঁর নিজের অধ্যাবসায় স্থল । এই কলেজে পড়াশোনা করেছেন তিনি ।

প্রতি বছরের মতোই এ বছরও যোগমায়া দেবী কলেজে সরস্বতী পুজো (Saraswati Puja 2023) মহাসমারোহে পালন করা হয় । মুখ্যমন্ত্রী যখন সেখানে পৌঁছন সেখানে তখন সরস্বতী পুজোর অনুষ্ঠান চলছিল । আচমকা সেখানে হাজির হয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেন মমতা । এ দিকে, যোগমায়া দেবী কলেজের প্রাক্তনী তথা রাজ্যের প্রশাসনিক প্রধানকে কাছে পেয়ে এ দিন ভীষণ খুশি ছাত্রীরা । মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে যায় ছাত্রীদের মধ্যে ।

ছাত্রীদের সঙ্গে এ দিন গানও গেয়েছেন মুখ্যমন্ত্রী । ‘আকাশ ভরা সূর্য তারা’ গানটি গান তিনি । পাশাপাশি পড়ুয়াদের মন দিয়ে পড়াশোনা করতে বলেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে, সরস্বতী পুজোর শুভেচ্ছা জানান । এ দিন সকালেই ফেসবুকে মুখ্যমন্ত্রী সবাইকে সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়েছেন । আজ নিজের কলেজে গিয়ে ছাত্রীদের প্রসাদ বিতরণ করতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে । বেশ খানিক্ষণ কাটানোর পর যোগমায়া দেবী কলেজ থেকে বেরিয়ে যান তিনি ।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর কবিতা নিয়ে কটাক্ষ বিচারপতির, পালটা তোপ তৃণমূলের

প্রসঙ্গত, যোগমায়া দেবী কলেজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগসূত্র দীর্ঘদিনের । বিভিন্ন সময়ে আলোচনায় তাঁর মুখ থেকে এই কলেজের প্রসঙ্গ উঠে এসেছে । এ দিন রেড রোডের অনুষ্ঠান সেরে ফেরার পথে মুখ্যমন্ত্রীর গাড়ি হঠাৎই দাঁড়িয়ে পড়ে তার কলেজের সামনে ৷ মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে কলেজের ভিতরে আসেন ও ছাত্রীদের সঙ্গে আলাপচারিতা করেন, এতে সকলে বেশ অবাক হয়ে যান । মুখ্যমন্ত্রীকে কলেজে দেখে কলেজের শিক্ষকেরাও বেরিয়ে এসে তাঁকে অভিবাদন জানান । মুখ্যমন্ত্রী তাঁদেরও সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন । এ দিন ছাত্রীদের মন দিয়ে পড়াশোনা করার কথা বলেছেন বন্দ্যোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details