পশ্চিমবঙ্গ

west bengal

Beds for Dengue Patients: কলকাতায় ডেঙ্গি আক্রান্তদের জন্য দুই হাসপাতালে সংরক্ষিত হচ্ছে 300 শয্যা

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 10:46 PM IST

ডেঙ্গি বাড়ছে লাফিয়ে। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নেমেছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। তবে আক্রান্তদের হাসপাতালে শয্যা পাওয়া নিয়ে তৈরি হয়েছে চরম আশঙ্কা। নাগরিকদের সেই শঙ্কা দূর করতেই এবার উদ্যোগ নিল কলকাতা কর্পোরেশন।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 27 সেপ্টেম্বর: মহানগরে পুজোর মুখে ত্রাস ডেঙ্গি। ভয়ে রীতিমতো কাঁপছে সকলেই। পরিস্থিতি মোকাবিলায় এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন। খিদিরপুর মাতৃ সদন ও ইসলামিয়া এই দুই হাসপাতালে মোট 300 শয্যা সংরক্ষিত করা হচ্ছে ডেঙ্গি রোগীদের জন্য। সরকারি, বেসরকারি কোন হাসপাতালে কত শয্যা ফাঁকা তার তথ্য দিতেও চালু হবে হেল্প লাইন নম্বর।

বুধবার জরুরি ভিত্তিতে কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে ডেঙ্গি বিষয়ক বৈঠক হয় পৌরভবনে। সেখানে ছিলেন পৌরকমিশনার বিনোদ কুমার, সমস্ত বিভাগের আধিকারিক ও ভিডিয়ো কনফারেন্স ছিলেন 16টি বরো স্বাস্থ্য আধিকারিকরা। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর।

ডেঙ্গি বাড়ছে লাফিয়ে। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নেমেছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। তবে আক্রান্তদের হাসপাতালে শয্যা পাওয়া নিয়ে তৈরি হয়েছে চরম আশঙ্কা। নাগরিকদের সেই শঙ্কা দূর করতেই এবার উদ্যোগ নিল কলকাতা কর্পোরেশন। খিদিরপুর আর্বান কমিউনিটি হেলথ সেন্টারে আগামী সপ্তাহ থেকে 100 শয্যা শুধুমাত্র ডেঙ্গি আক্রান্তের চিকিৎসার জন্যই ব্যবহৃত হবে। পাশাপাশি ইসলামিয়া হাসপাতালে সংরক্ষিত হচ্ছে 200 শয্যা ডেঙ্গি আক্রান্তের জন্য। এছাড়াও চালু হচ্ছে হেল্প লাইন নম্বর। তাতে ফোন করে করোনাকালের মতই কোন হাসপাতালে কত শয্যা ফাঁকা আছে জানতে পারবেন রোগীর পরিবার।

স্বাস্থ্য দফতরের থেকে অনুমতি নেওয়া হবে যাতে তারা কলকাতার সরকারি হাসপাতালের নিয়মিত ফাঁকা শয্যার তথ্য পৌরনিগমে দেয়। বরো এক্সিকিউটিভরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবে ৷ তাতে বেসরকারি হাসপাতাল দিনে দু'বার তথ্য দেবে। এদিন বৈঠক শেষে ডেপুটি মেয়র অতীন ঘোষ হাসপাতাল ও হেল্প লাইন বিষয় ছাড়াও জানান, ফাঁকা জমিতে আবর্জনা ফেলা নিয়ে এবার জিরো টলারেন্স নীতি নিয়েছে কলকাতা কর্পোরেশন।

আরও পড়ুন: ধূপগুড়ির বিধায়কের শপথ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

যেখানে ফাঁকা জমিতে আবর্জনা পড়বে সেখানে আশপাশের সব বাড়িকেই নোটিশ ধরানো হবে বলেও জানান তিনি। পরিস্থিতি বুঝে হবে মামলাও। এদিকে কোনও নির্মিয়মন বহুতলে মশার ডিম পাড়ার পরিস্থিতি হলে 496 এ ধারায় স্বাস্থ্য বিভাগ নোটিশ দেবে। তাতে কাজ না হলে বিল্ডিং বিভাগ 401 ধারায় কাজ বন্ধের নোটিশ দেবে। তাতেও না কাজ হলে হবে এফআইআর, এমনটাই জানিয়েছেন অতীন ঘোষ ৷

ABOUT THE AUTHOR

...view details