পশ্চিমবঙ্গ

west bengal

road block : ঝাড়গ্রামে রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

By

Published : Aug 9, 2021, 6:20 PM IST

road blockade

গ্রামবাসীদের অভিযোগ, লালগড় যাওয়ার পিচ রোড থেকে ধানঘোরী গ্রাম ঢোকার প্রায় এক কিলোমিটার মোরাম রাস্তা হাঁটাচলা করার অযোগ্য হয়ে উঠেছে । রাস্তায় সবসময় হাঁটুসমান কাদা । তাই রাস্তা সারাইয়ের দাবিতে এদিন পথ অবরোধ করেন বেলাটিকরী গ্রাম পঞ্চায়েতের ধানঘোরী গ্রামের বাসিন্দারা ৷

ঝাড়গ্রাম, 9 অগস্ট : বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে সোমবার পথ অবরোধ করলেন লালগড় ব্লকের বেলাটিকরী গ্রাম পঞ্চায়েতের ধানঘোরী গ্রামের বাসিন্দারা । এদিন সকাল 9টা থেকে রাস্তার উপরে গাছের ডাল ফেলে অবরোধ শুরু করেন তাঁরা । অবরোধে সামিল হন গ্রামের মহিলারাও ।

গ্রামবাসীদের অভিযোগ, লালগড় যাওয়ার পিচ রোড থেকে ধানঘোরী গ্রাম ঢোকার প্রায় এক কিলোমিটার মোরাম রাস্তা হাঁটাচলা করার অযোগ্য হয়ে উঠেছে । রাস্তায় সবসময় হাঁটুসমান কাদা । রাস্তা দিয়ে যানবাহন চলাচল দূরের কথা, সাধারণ মানুষও হাঁটাচলা করতে পারে না । পঞ্চায়েত অফিসে রাস্তা সংস্কারের জন্য বহুবার জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ । তাই, এদিন রাস্তা অবরোধ শুরু করেন গ্রামবাসীরা । অবরোধের জেরে ঝাড়গ্রাম লালগড় রাস্তা বন্ধ হয়ে যায় । ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।

আরও পড়ুন, স্কুলের মাঠ নষ্ট করার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে, প্রতিবাদে পথ অবরোধ

এদিকে, আজ মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন ছত্রধর মাহাতর স্ত্রী নিয়তি মাহাত । ধানঘোরী গ্রামের কাছে পথ অবরোধের শিকার হন তিনিও । পরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে গ্রামের রাস্তা ঘুরে দেখেন নিয়তি ৷ রাস্তা দেখার পর তিনি সাত দিনের মধ্যে রাস্তা সারাই করে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা ৷

ABOUT THE AUTHOR

...view details