পশ্চিমবঙ্গ

west bengal

কোরোনার মাঝেই স্ক্রাব টাইফাসের আতঙ্ক দার্জিলিঙে

By

Published : Sep 1, 2020, 9:04 AM IST

দার্জিলিং পাহাড়ের রংলি রংলিয়ত থানার অন্তর্গত তিস্তা ভ্যালি এলাকায় সম্প্রতি স্ক্রাব টাইফাসের আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ ধরনের পোকার কামড়ে ওই এলাকার বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন।

Scrub typhus in Darjeeling
স্ক্রাব টাইফাস

দার্জিলিং, 1 সেপ্টেম্বর: এবার স্ক্রাব টাইফাসের আতঙ্ক দার্জিলিঙে। দার্জিলিং পাহাড়ের রংলি রংলিয়ত থানার অন্তর্গত তিস্তা ভ্যালি এলাকায় সম্প্রতি স্ক্রাব টাইফাসের আতঙ্ক জাঁকিয়ে বসেছে। বিশেষ ধরনের পোকার কামড়ে ওই এলাকায় শিশু, মহিলা সহ বেশ কয়েকজন ইতিমধ্যেই অসুস্থ হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিস্তা ভ্যালি চা বাগানের ম্যানেজার ব্লক ও স্বাস্থ্য বিভাগের কর্তাদের চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন ।

স্থানীয়দের বক্তব্য, ওই পোকার কামড়ে জ্বর আসছে। জ্বর থাকছে বেশ কয়েকদিন । গা ব্যথা, বমিও হচ্ছে । এর থেকেই চিকিৎসকদের ধারণা, স্ক্রাব টাইফাসেই অসুস্থ হচ্ছেন ওই এলাকার বাসিন্দারা । ইতিমধ্যে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে। অসুস্থরা "ডক্সিসাইক্লিন" নামের একটি ওষুধে সেরে উঠছেন। চিকিৎসকদের মতে, এক ধরনের বিশেষ পোকার কামড় থেকে স্ক্রাব টাইফাসের জীবাণু ঢোকে শরীরে। জীবাণু ঢোকার পরপরই আক্রান্তের জ্বর আসে। প্রথম সপ্তাহে কেবল জ্বর, বমি ও শরীরে ব্যথা হয় । চোখের পিছনের অংশেও হতে থাকে যন্ত্রণা। কিন্তু, রোগ কঠিন আকার ধারণ করে দ্বিতীয় সপ্তাহে। শরীরে দেখা দেয় একাধিক জটিলতা । একে একে বিভিন্ন অঙ্গ বিকল হতে থাকে। স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে । চিকিৎসকরা বলছেন, শুরুতে চিকিৎসা না হলে আক্রান্তকে বাঁচানো প্রায় অসম্ভব।

গায়ে ব্যথা, জ্বর, শরীরে কোনও অংশে দাগ, ক্লান্তি ভাব, ঠোঁট লাল হয়ে যাওয়া, পা ফুলে যাওয়ার মতো একাধিক উপসর্গ দেখা দেয় স্ক্রাব টাইফাসে। পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যে রোগী কোমায় চলে যান ।

ABOUT THE AUTHOR

...view details