পশ্চিমবঙ্গ

west bengal

Governor-TMC Meeting: রাজ্যপাল আশ্বাস দিলেও নিজেদের অবস্থানে অনড় তৃণমূল

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 10:47 PM IST

দার্জিলিংয়ের রাজভবনে তৃণমূলের তিনজনের প্রতিনিধি দলের সদস্যের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল। তৃণমূল নেতৃত্বের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ওই বৈঠক চলে রাজ্যপালের। পালটা অভিষেক জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত না রাজ্যপাল এসে ভুক্তভোগীদের সঙ্গে আলোচনায় বসবেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই ধরনা অবস্থান বিক্ষোভ চলবে ৷

Etv Bharat
Etv Bharat

রাজ্যপাল আশ্বাস দিলেও অবস্থানে অনড় তৃণমূল

দার্জিলিং, 7 অক্টোবর: রাজ্যপালের থেকে সমস্যা সমাধানের আশ্বাস মিললেও মিটল না রাজভবনের সঙ্গে তৃণমূলের সংঘাত। যতদিন পর্যন্ত রাজ্যপাল দেখা না-করবেন এবং বাংলা নিজের প্রাপ্য না-পাবে ততদিন সংঘাত মিটছে না বলেও কার্যত হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। শনিবার রাতে দার্জিলিং রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকের পর সাফ জানালেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শনিবার সন্ধেয় দার্জিলিংয়ের রাজভবনে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দলের সদস্যের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল। তৃণমূল নেতৃত্বের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ওই বৈঠক চলে রাজ্যপালের। বৈঠকের পর রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দ বোসের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান তৃণমূল সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

আরও পড়ুন: বকেয়া আদায়ে বিজেপির সুকান্তকে ফোন করার পরামর্শ অভিষেকের

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা জানিয়েছি আপনার সম্মানরক্ষার জন্যই আপনার সঙ্গে দেখা করতে এসেছি আমরা। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ এবং আবাসন যোজনায় যে বকেয়া টাকা সেই বিষয়ে আপনাকে পদক্ষেপ করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে একজন বড়মাপের নেতা হতে চলেছেন। তিনি আমাদের সঙ্গে আলোচনা করে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি তিনি যাবেন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। রাজ্যের যে সমস্যা রয়েছে সেটা তিনি সমাধানের চেষ্টা করবেন। কিন্তু কোন রাজনৈতিক বাধা থাকলে তাতে তিনি কিছু করতে পারবেন না।"

তাৎপর্যপূর্ণভাবে, এদিন রাজ্যপালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে ৷ এবং রাজ্যপাল তাদের দাবি অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন বলেও জানানো হয়েছে রাজভবনের তরফে ৷ যদিও তাতে সন্তুষ্ট নয় তৃণমূল ৷ পালটা অভিষেক জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত না রাজ্যপাল এসে ভুক্তভোগীদের সঙ্গে আলোচনায় বসবেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই ধরনা অবস্থান বিক্ষোভ চলবে ৷

ABOUT THE AUTHOR

...view details