পশ্চিমবঙ্গ

west bengal

ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের দ্বারস্থ জন বারলা

By

Published : Jun 24, 2021, 7:40 PM IST

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেই নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিজেপি সাংসদ জন বারলা ৷ সেখানে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের অত্যাচার এবং পুলিশি জুলুম নিয়ে ধনকড়ের কাছে অভিযোগ করেছেন তিনি ৷

alipurduar mp john barla meet with governor jagdeep dhankhar today in Darjeeling
দার্জিলিঙে ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের দারস্থ জন বারলা

দার্জিলিং, 24 জুন : ভোট পরবর্তী হিংসার ফলে ঘরছাড়া বিজেপির বহু নেতা ও কর্মী ৷ তেমনি বিজেপির একাধিক নেতা, কর্মী এবং পঞ্চায়েত সদস্যদের নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন সাংসদ জন বারলা । বৃহস্পতিবার দার্জিলিং রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন তিনি । এদিন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে দার্জিলিং রাজভবনে যান বারলা ৷ তাঁদের মধ্যে গ্রাম পঞ্চায়েতের সদস্য, সঞ্চালক সহ অন্যান্যরা ছিলেন । সেখানে রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তাঁরা ।

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেই নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিজেপি সাংসদ জন বারলা ৷ বর্তমানে রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে গিয়েছেন ৷ সেখানেই দার্জিলিং রাজভবনে তাঁর সঙ্গে পঞ্চায়েত সদস্য এবং বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বৈঠক করেন জন বারলা ৷ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জন বারলা বলেন, ‘‘এদিন কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের 10 জন সদস্যকে নিয়ে রাজ্যপালের কাছে যাই । তাঁরা সকলেই তৃণমূল কংগ্রেসের নেতাদের হুমকিতে ঘরছাড়া রয়েছেন । আমি তাঁদের নিজের বাড়িতে আশ্রয়ে রেখেছি । রাজ্যপালের কাছে এদিন তাঁরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন’’ ৷

তিনি অভিযোগ করেছেন, বিজেপির প্রত্যেকে নেতা ও কর্মী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারে আতঙ্কিত । পুলিশ প্রশাসনও তাঁদের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করেছেন সাংসদ । অথচ আক্রান্ত বিজেপি কর্মীরা সবকিছুই জানিয়েছে পুলিশকে । জন বারলার অভিযোগ, পুলিশ পাল্টা ওই বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করতে জোর করেছে । তাঁরা কোনওরকম সাহায্য বা সুরক্ষা পুলিশ প্রশাসনের থেকে পাচ্ছেন না বলে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন : বিভেদের পক্ষে না হলেও মানুষের দাবিকে সমর্থন, বঙ্গভঙ্গ প্রসঙ্গে মত নিশীথের

ঘরছাড়াদের বিষয়ে জেলাশাসক সহ পুলিশ সুপারকেও বিষয়টি জানিয়েছেন তিনি । কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন আলিপুরদুয়ারের সাংসদ ৷ তিনি আরও অভিযোগ করেছেন, থানার আইসি পাল্টা ফোন করে হুমকি দিচ্ছে বিজেপি কর্মীদের ৷ আজ পুরো বিষয়টি নিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা ৷ রাজ্যপাল ঘরছাড়া বিজেপি কর্মীদের সুবিচারের আশ্বাস দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, আইন আইনের পথে চলবে । কারণ আইনের থেকে কেউ বড় নয় ৷ বৈঠকের পর রাজ্যপাল জগদীপ ধনকড় নিজে একটি টুইট করেছেন ৷ যেখানে তিনি লিখেছেন, পুলিশ প্রশাসন একটি রাজনৈতিক দলে হয়ে কাজ করলে তা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ৷

ABOUT THE AUTHOR

...view details