পশ্চিমবঙ্গ

west bengal

BJP Agitation: দণ্ডিকাণ্ডে অভিযুক্তকে অপসারণের দাবিতে অবস্থান বিক্ষোভ বিজেপির

By

Published : Apr 18, 2023, 11:12 PM IST

তৃণমূলে যোগদান করায় তিন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানো অভিযোগ পৌরসভার ভাইস চেয়ারপার্সনের বিরুদ্ধে ৷ ঘটনা সামনে আসতেই উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি ৷ অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারপার্সনের পদ থেকে সারনোর দাবিতে বিজেপির বিক্ষোভ ৷

Etv Bharat
বিজেপির অবস্থান বিক্ষোভ

অবস্থান বিক্ষোভ বিজেপির

বালুরঘাট, 18 এপ্রিল:বালুরঘাট দণ্ডিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারপার্সন প্রদীপ্তা চক্রবর্তী ৷ তাঁকে পদ থেকে সরানো এবং গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বালুরঘাট পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ দেখালেন বিজেপি সমর্থকরা। দিনকয়েক আগে বালুরঘাটের তিন আদিবাসী মহিলাকে তৃণমূলে যোগদান করার আগে দণ্ডি কাটানোর ঘটনা সামনে আসে।

এই ঘটনায় বালুরঘাট-সহ রাজ্য-রাজনীতি উত্তাল হয়ে ওঠে। পুলিশ দু’জনকে গ্রেফতার করলেও তৃণমূল মহিলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ বিজেপির । এই ঘটনা প্রকাশ্যে আসতেই দলের ভাবমূর্তি বজায় রাখতে প্রদীপ্তা চক্রবর্তীকে জেলা মহিলা সভানেত্রী পদ থেকে অপসারণ করেছে তৃণমূল । সোমবার তাঁকে গ্রেফতারের দাবিতে বাংলা বনধ পালন করা হয়েছে আদিবাসী সিঙ্গল অভিযানের পক্ষ থেকে

এদিকে প্রদীপ্তা চক্রবর্তী বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারপার্সনের পদে রয়েছেন। তাঁকে গ্রেফতার ও পদ থেকে অপরসারণের দাবিতে মঙ্গলবার বালুরঘাট পৌরসভার সামনে বিক্ষোভ অবস্থান করে বিজেপির বালুরঘাট শহর মণ্ডল কমিটি । পরবর্তীতে পৌরসভার বিভিন্ন পরিষেবা প্রদানের দাবির পাশাপাশি, ভাইস চেয়ারম্যানকেও অপসারণের দাবি জানিয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রকে ডেপুটেশন দেয় বিজেপি টাউন মণ্ডল কমিটি ।
আরও পড়ুন:এক কিমি দণ্ডি কেটে বিজেপি থেকে তৃণমূলে যোগ চার আদিবাসী মহিলার

সমীরপ্রসাদ দত্ত বলেন, "তপনের গোফানগর এলাকায় 200 মহিলা বিজেপিতে যোগদান করেন । এরপরে তাদের মধ্যে থেকে তিনজন আদিবাসী মহিলাকে নাকে ক্ষত ও দণ্ডি কাটিয়ে তৃণমূলের যোগদান করান পৌরসভার ভাইস চেয়ারপার্সন প্রদীপ্তা চক্রবর্তী । আদিবাসী মহিলাদের উপর এরূপ মধ্যযুগীয় বর্বরতা আচরণের জন্য আমরা প্রতিবাদে নেমেছি । প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করতে হবে ও পদ থেকে অপসারণ করতে হবে ।"

পাশাপাশি বালুঘাট পৌরসভার চেয়ারম্যান (তৃণমূল) অশোক মিত্র জানান, দল এই ঘটনা সমর্থন করে না ৷ ইতিমধ্যেই ওই নেত্রীকে দলীয় পদ থেকে অপসারণ করা হয়েছে । ভাইস চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ করা হবে কি না দলের নির্দেশের উপর নির্ভর করছে ৷

ABOUT THE AUTHOR

...view details