পশ্চিমবঙ্গ

west bengal

Sundarbans Tiger Attack : ফের বাঘের হানায় সুন্দরবনে জখম মৎস্যজীবী

By

Published : Nov 15, 2021, 6:10 PM IST

Sundarbans Tiger Attack

বাঘের আতঙ্ক ছড়িয়েছে পাথরপ্রতিমাতেও। রবিবার দুপুরেও পাথরপ্রতিমার হেরম্ব গোপালপুর অঞ্চলে সরলার জঙ্গলেও মৎস্যজীবীরা বাঘ দেখতে পান বলে খবর। খবর পেয়ে সরলা জঙ্গল লাগোয়া দক্ষিণ কাশীনগর এলাকায় জাল লাগানোর উদ্যোগ নিয়েছে বন দফতর।

সুন্দরবন, 15 নভেম্বর : সুন্দরবনে বাঘের হানা যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ রবিবার সন্ধেয় 7 নম্বর পীরখালি জঙ্গল এলাকায় বাঘের থাবায় গুরুতর জখম হন এক মৎসজীবী ৷ জঙ্গল লাগোয়া নদীখাঁড়িতে কাঁকড়ার খোঁজে গিয়ে প্রায় বাঘের পেটে যাচ্ছিলেন আশিস দাস ৷ ওই মৎস্য়জীবীকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আপাতত কলকাতার একটি হাসপাতালে আশঙ্কাজনক আশিস দাস ৷

জানা গিয়েছে, অন্ধকারে আচমকাই আশিস দাসের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। এরপর তাঁকে টেনে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আশিসের সঙ্গীরা কাঁকড়া ধরার শিক আর নৌকার বৈঠা নিয়ে বাঘের গতিপথ আটকালে শিকার ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় বাঘ ৷ বাঘের আতঙ্ক ছড়িয়েছে পাথরপ্রতিমাতেও। রবিবার দুপুরেও পাথরপ্রতিমার হেরম্ব গোপালপুর অঞ্চলে সরলার জঙ্গলেও মৎস্যজীবীরা বাঘ দেখতে পান বলে খবর। খবর পেয়ে সরলা জঙ্গল লাগোয়া দক্ষিণ কাশীনগর এলাকায় জাল লাগানোর উদ্যোগ নিয়েছে বনদফতর।

আরও পড়ুন :বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের

চলতি বছর সুন্দরবনে বাঘের হানার সরকারি রিপোর্ট অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি ৷ এর কারণ হিসাবে বলা হচ্ছে, লকডাউনে কাজ হারিয়ে সুন্দরবনের মৎস্যজীবীরা আপাত লাভজনক কাঁকড়া ব্যবসার দিকে ঝুঁকছেন ৷ আর সেই কাঁকড়ার খোঁজেই শৃঙ্খল ভেঙে মানুষ প্রবেশ করছে বাঘের ডেরায় ৷ স্বভাবতই বাড়ছে বাঘের হানায় মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ৷

ABOUT THE AUTHOR

...view details