পশ্চিমবঙ্গ

west bengal

Durga Puja 2022: পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে তৃণমূলের হাতিয়ার পুজো

By

Published : Sep 17, 2022, 11:28 AM IST

TMC workers to provide assistance to visitors in Durga puja mandaps

পুজো মণ্ডপগুলির আশেপাশে সহায়তা কেন্দ্র করে ঘুরতে আসা দর্শনার্থীদের সহযোগিতা করবেন তৃণমূলের কর্মীরা (TMC workers to provide assistance to visitors) ।

কোচবিহার, 17 সেপ্টেম্বর:পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে দুর্গাপুজোকে কাজে লাগাতে চাইছে তৃণমূল (Durga Puja 2022) । বিভিন্ন মহকুমার পুজো মণ্ডপগুলির আশেপাশে সহায়তা কেন্দ্র তৈরি করে ঘুরতে আসা দর্শনার্থীদের নানারকমভাবে সহযোগিতা করবে তৃণমূলের কর্মীরা (TMC workers to provide assistance to visitors in Durga puja mandaps) । শুক্রবার কোচবিহার জেলা তৃণমূল কমিটির সভা শেষে এমনটাই জানালেন সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।

এদিন দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । সেই বৈঠকে জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, বর্তমান বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া-সহ বিভিন্ন ব্লক সভাপতি ও শাখা-সংগঠনের জেলা সভাপতিরাও উপস্থিত ছিলেন ।

পুজো মণ্ডপগুলির আশেপাশে সহায়তা কেন্দ্র করবে তৃণমূল

আরও পড়ুন:উদয়নের মন্তব্যকে সমর্থন নয়, বর্তমান মন্ত্রীর সঙ্গে ফের তরজায় প্রাক্তন রবীন্দ্রনাথ

সেই বৈঠকে ঘোষণা করে দেওয়া হয়, এবার থেকে এক ব্যক্তি এক পদ নীতি তৈরি হয়েছে দলে । যাঁরা পঞ্চায়েত সমিতির সভাপতি হবেন, তিনি বা তার স্বামী ব্লক সভাপতি হতে পারবেন না । যাঁরা গ্রাম পঞ্চায়েত প্রধান হবেন, তিনি বা তাঁর স্বামী অঞ্চল সভাপতি হতে পারবেন না । এইসব বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে দলের তরফে ৷ এছাড়া মহালয়ার আগে জেলা কমিটি ও বিভিন্ন অঞ্চল কমিটি ঘোষণা করা হবে বলে খবর ।

ABOUT THE AUTHOR

...view details