পশ্চিমবঙ্গ

west bengal

Specials Bus For TET Examination: রবিবার টেট পরীক্ষায় 120 টি অতিরিক্ত বাস চালাবে এনবিএসটিসি

By

Published : Dec 9, 2022, 9:05 PM IST

রবিবার কোচবিহারে টেট পরীক্ষা (Specials Bus Service) ৷ টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত 120টি অতিরিক্ত বাস চালাতে চলেছে নর্থবেঙ্গল স্টেট কর্পোরেশন ৷

Specials Bus Service
ETV Bharat

কোচবিহার, 9 ডিসেম্বর: রবিবার টেট পরীক্ষা (WB TET 2022) ৷ পরীক্ষার্থীদের সুবিধার্থে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শতাধিক বাস চালাবে উত্তরবঙ্গ পরিবহণ দফতর (NBSTC)। ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠক করে ফেলেছেন সংস্থার কর্তারা । কোচবিহার ডিভিশনের পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য ডিভিশনে এই বাস চালানো হবে ।

সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এই প্রসঙ্গেই বলেন, "টেট পরীক্ষার দিন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না-হয় সেইজন্য 120টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে । প্রয়োজনে আরও বাস চালানো হবে (Specials Bus Service for TET Candidate)। ইতিমধ্যে বিভিন্ন ডিভিশনে অতিরিক্ত বাস চালানোর জন্য প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন: টেটের আগে পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ইয়ারফোন লুকোনোর চেষ্টা !

কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার 11 ডিসেম্বর টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে কোচবিহার জেলাতে । এই বছর প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী টেট পরীক্ষা দেবেন । 69টি পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে পরীক্ষার জন্য । ওইদিন সকাল 8টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালীন প্রতিটি হল ঘরে সিসি ক্যামেরা থাকবে। এছাড়া প্রতিটি ঘরে একটি করে দেয়াল ঘড়ি থাকবে । কোচবিহারের এক-একটি সেন্টারে 300 থেকে সর্বোচ্চ 1000 পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন । ইনভিজিলেটর ও ইনচার্জাদেরও সকাল 9টার মধ্যে সেন্টারে ঢুকতে হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ন‘টায় সেন্টারে প্রবেশ করতে হবে। বেলা 11টার পরে কেউ পরীক্ষার হলে ঢুকতে পারবেন না । পরীক্ষা কেন্দ্রের বাইরে জেরক্স এবং ইন্টারনেটের দোকান বন্ধ থাকবে । মাইক বাজানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details