পশ্চিমবঙ্গ

west bengal

Rabindra Nath Ghosh on BJP MLA: ফের কি বিধায়কদের দলবদল ? রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্যে অস্বস্তি গেরুয়া শিবিরে

By

Published : Feb 7, 2023, 10:33 PM IST

ফের কি বিজেপি বিধায়করা তৃণমূলে যোগ দিতে চলেছেন (BJP MLAs will soon join TMC) ? তৃণমূলের রাজ্য সহসভাপতির বক্তব্যে এ কীসের ইঙ্গিত ?

Etv Bharat
রবীন্দ্রনাথ ঘোষ

রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য ও বিজেপি বিধায়কের পালটা

কোচবিহার, 7 জানুয়ারি: একাধিক বিজেপি বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে চলেছেন ৷ এর মধ্যে কোচবিহারের তিন ও উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিজেপি বিধায়ক রয়েছেন ৷ খুব শীঘ্রই তাঁরা তৃণমূলে যোগ দেবেন । মঙ্গলবার এমনটাই দাবি করলেন তৃণমূলের রাজ্য সহসভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh Says on BJP MLAs Joins TMC)।

এদিন তিনি আরও বলেন, "যারা মানুষের জন্য কাজ করতে চায় তারা বিজেপিতে থাকতে পারবে না । কারণ তাদের একটাই লক্ষ্য সেটা হল বাংলা ভাগ । আর বিজেপি যত এ ধরনের ঘটনা ঘটাবে, ততই ওদের বিধায়ক সংখ্যা কমতে থাকবে ।" কোচবিহার জেলায় 9টি বিধানসভার মধ্যে বিজেপির বিধায়ক সংখ্যা 6 আর তৃণমূলের 3 । কিছুদিন আগে মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল চন্দ্র বর্মন দাবি করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল । সেই ঘটনার কিছুদিনের মধ্যে রবিবার তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল । এই ঘটনার পর আরও বেশ কিছু বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জল্পনা শোনা যায় ।

গোটা বিষয়টিতে নড়েচড়ে বসে বিজেপি নেতৃত্ব। তারপরই এদিন প্রবীণ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করলেন, কোচবিহারের 3 বিজেপি বিধায়ক খুব শীঘ্রই তৃণমূলে যোগ দিচ্ছেন । আগামী 11 ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে । সেই সভাতেই এই তিন বিধায়ক যোগদান করতে পারেন বলে জল্পনা । যদিও এই বিষয়ে বিজেপি বিধায়ক মালতি রাভার বক্তব্য, "তৃণমূল দুর্নীতিতে ভরে গিয়েছে । মানুষের মন ঘোরাতেই এসব মিথ্যে কথা বলছে । ওই দুর্নীতিবাজ দলে কেউ যাবে না ৷ এখন ওদের যা পরিস্থিতি সেটা সবাই জানে ৷"

আরও পড়ুন :তৃণমূলে যোগদান করেও ধোঁয়াশা জিইয়ে রাখলেন বিজেপি বিধায়ক

ABOUT THE AUTHOR

...view details