পশ্চিমবঙ্গ

west bengal

জোটের কর্মিসভায় গরহাজির ফরওয়ার্ড ব্লক

By

Published : Feb 22, 2021, 6:53 PM IST

দিনহাটায় বাম-কংগ্রেস জোটের কর্মিসভায় গরহাজির ফরওয়ার্ড ব্লক ৷ তাদের দাবি, কর্মসূচির কথা জানানোই হয়নি দলকে ৷ আলোচনার মাধ্যমে সমস্য়া মেটানোর আশ্বাস সিপিএমের ৷

Wb_crb_03_fb_absent_in_left_meeting_7205341
‘জোটের কর্মিসভায়’ গরহাজির ফরওয়ার্ড ব্লক

কোচবিহার, 22 ফেব্রুয়ারি: বাম-কংগ্রেস জোটের কর্মিসভায় ফরওয়ার্ড ব্লকের গরহাজিরা নিয়ে তৈরি বিতর্ক ৷ জোট গঠিত হতে না হতেই শুরু অনৈক্য ৷ কোচবিহারের দিনহাটার ঘটনায় উঠছে প্রশ্ন ৷

সোমবার দিনহাটার নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে বাম-কংগ্রেস জোটের একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিপিএম, সিপিআই, কংগ্রেস ও জোটশরিক ওয়েলফেয়ার পার্টির নেতা, কর্মীরা উপস্থিত থাকলেও ছিলেন না বাম শরিক ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিরা।

এই ঘটনার খবর চাউর হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। প্রশ্ন উঠছে, তবে কি আসন ভাগাভাগি নিয়ে সমস্যার জেরেই সুজন চক্রবর্তীর কর্মিসভা বয়কট করল ফরওয়ার্ড ব্লক ? সূত্রের খবর, কোচবিহার জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে আসন ভাগাভাগি নিয়ে সিপিএমের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের মতোবিরোধ তৈরি হয়েছে ৷ এর আগে নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতে ফরওয়ার্ড ব্লক এবং চারটিতে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করত ৷ 2016 সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট হয় ৷ সেই সময় জেলার সিতাই ও তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেয়। বাকি সাতটি আসনের মধ্যে ফরওয়ার্ড ব্লক চারটি এবং সিপিএম তিনটি আসনে প্রার্থী দেয় ৷ এবার সেই চারটি আসনেই ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিতে চেয়েছিল ৷ বাকি শরিকরা তাতে রাজি না হওয়াতেই শুরু হয় বিবাদ ৷ আর সম্ভবত, সেই কারণেই দিনহাটায় সুজন চক্রবর্তীর কর্মিসভা এড়িয়ে যায় ফরওয়ার্ড ব্লক ৷

আরও পড়ুন:আব্বাসের সঙ্গে বৈঠকের অপেক্ষায় বাম-কংগ্রেস জোট

যদিও ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সভাপতি দীপক সরকারের পালটা দাবি, কর্মিসভার কথা নাকি জানতেনই না তাঁরা ৷ তিনি বলেন, ‘‘এদিন যে দিনহাটায় কর্মিসভা ছিল, তা আমাদের জানানো হয়নি ৷’’

অন্যদিকে সিপিএমের জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, ‘‘ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছিল ৷ যার জেরে ওঁরা আসতে পারেননি ৷ আমরা আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেব ৷

ABOUT THE AUTHOR

...view details