পশ্চিমবঙ্গ

west bengal

Agitation at Visva-Bharati : বিশ্বভারতীতে NAAC-এর প্রতিনিধিদল, বাইরে পৌষমেলা বাঁচাও কমিটির বিক্ষোভ

By

Published : Nov 24, 2021, 9:08 PM IST

Updated : Nov 24, 2021, 9:45 PM IST

Agitation at Visvabharati

২০১৫ সালে ন্যাশনাল অ্য়াসেসমেন্ট অ্য়ান্ড অ্য়াক্রিডিটেশন কাউন্সিলের (NAAC) রিপোর্টে 'বি গ্রেড' মিলেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল শিক্ষামহলে ৷ এছাড়া সম্প্রতি এনআইআরএফ'র রিপোর্টেও শিক্ষার মান কমেছে বিশ্বভারতীর।

শান্তিনিকেতন,24 নভেম্বর : 'ন্যাক' (NAAC) প্রতিনিধি দলের বিশ্বভারতী পরিদর্শন চলাকালীনই কেন্দ্রীয় কার্যালয়ে গেটের সামনে বিক্ষোভ পৌষমেলা বাঁচাও কমিটির (Agitation at Visva-Bharati)। পৌষমেলার সিকিওরিটি মানি ফেরত-সহ একাধিক দাবিতে পোস্টার নিয়ে চলল বিক্ষোভ। শিক্ষার মান মূল্যায়ণের জন্য 26 নভেম্বর পর্যন্ত কবিগুরুর বিশ্বভারতীতে পরিদর্শন করবেন ন্যাকের প্রতিনিধিরা ৷

2015 সালে ন্যাশনাল অ্য়াসেসমেন্ট অ্য়ান্ড অ্য়াক্রিডিটেশন কাউন্সিলের (NAAC) রিপোর্টে 'বি গ্রেড' মিলেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল শিক্ষামহলে ৷ এছাড়া সম্প্রতি এনআইআরএফ'র রিপোর্টেও শিক্ষার মান কমেছে বিশ্বভারতীর। তাই এবার বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে শিক্ষার মানোন্নয়ণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷ ন্যাকের প্রতিনিধিরা আসার আগে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ সমস্ত ভবন পরিচ্ছন্ন করার পাশাপাশি নতুন বোর্ড লাগানো হয়েছে বিশ্ববিদ্য়ালয়ে ৷

আরও পড়ুন : Visva Bharati Agitation : কৃষিবিজ্ঞান বিভাগে আভ্যন্তরীণ সংরক্ষণের দাবিতে ঘেরাও বিশ্বভারতীর আধিকারিকেরা

বুধবার একদিকে যখন ন্যাকের প্রতিনিধি দল বিশ্বভারতীর বিভিন্ন ভবন-কার্যালয় পরিদর্শন করছে, অন্যদিকে কেন্দ্রীয় কার্যালয়ে গেটের সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বোলপুর ব্যবসায়ী সমিতি ও পৌষমেলা বাঁচাও কমিটি। তাদের দাবি, অবিলম্বে 2019 সালের পৌষমেলার স্টল বন্টনের সিকিউরিটি মানি ফেরত দিতে হবে সহ-উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ৷ পৌষমেলা বাঁচাও কমিটির পক্ষে আমিনুল হুদা বলেন, "উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আমাদের সিকিউরিটি মানি ফেরত দেননি ৷ এছাড়া উপাচার্য নিজের ইচ্ছেমত সব কিছু করছেন ৷ পৌষমেলা বন্ধ করে রেখেছে ৷ তাই আমরা ন্যাকের প্রতিনিধিদের জানাতে চাই বিষয়গুলো ৷"

Last Updated :Nov 24, 2021, 9:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details