পশ্চিমবঙ্গ

west bengal

Australian Open 2023: হোঁচট খেয়ে দ্বিতীয় রাউন্ডে নাদাল, স্ট্রেট সেটে জয় মেদভেদেভের

By

Published : Jan 16, 2023, 7:13 PM IST

Rafael Nadal Win Hard Fought 1st Round Match ETV BHARAT
Rafael Nadal Win Hard Fought 1st Round Match

অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) প্রথমদিনে প্রথম রাউন্ডের সব ম্যাচেই জয়ী হলেন টুর্নামেন্টের তারকারা ৷ রাফায়েল নাদাল, ড্যানিয়েল মেদভেদেম এবং সিসিপাস, তিন তারকাই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ৷

মেলবোর্ন, 16 জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জয়ী গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal Win Hard Fought 1st Round Match) ৷ তবে নাদালের জয় এদিন স্ট্রেট সেটে আসেনি ৷ এদিন ব্রিটিশ প্রতিপক্ষ জ্যাক ড্রাপারকে চার সেটের ম্যাচে 7-5, 2-6, 6-4, 6-1 ব্যবধানে হারান টুর্নামেন্টের 1 নম্বর বাছাই নাদাল ৷ প্রায় সাড়ে তিনঘণ্টার এই ম্যাচে এদিন রাফাকে নিজের ছন্দে দেখা যায়নি ৷ দ্বিতীয় রাউন্ডে রাফার প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেনজি ম্যাকডোনাল্ড ৷ অন্যদিকে, টুর্নামেন্টের সাত নম্বর বাছাই রাশিয়ার ড্যানিয়েল মেদভেদেভ মার্কিন প্রতিপক্ষ মার্কস জিরনকে 6-0, 6-1, 6-2 সেটে হারিয়েছেন ৷

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের প্রথম রাউন্ডের ম্যাচ শুরুর আগে থেকেই একাধিক ঘটনা ঘটতে থাকে ৷ ম্যাচ শুরুর আগে হঠাৎই নাদাল তাঁর প্রিয় ব়্যাকেট খুঁজে পাচ্ছিলেন না ৷ এ বিষয়ে তিনি জানিয়েছেন, বল বয় তাঁর ব়়্যাকেট নিয়ে নিয়েছে ৷ যার জের ম্যাচ শুরু হতে দেরি হয় ৷ এদিন প্রথম সেটটি বেশ লম্বা চলে ৷ 7-5 গেমের এই সেটে নাদালকে রীতিমতো নাজেহাল করে দেন ব্রিটিশ প্রতিপক্ষ ৷ এদিন নাদাল 12টি ব্রেক পয়েন্টের মধ্যে 6টিতে জেতেন ৷ ফার্স্ট সার্ভ উইনিং এদিন ছিল 72 শতাংশের মতো ৷ তবে সেকেন্ড সার্ভে তা কমে 57 শতাংশে নেমে যায় ৷

এরপর দ্বিতীয় সেটে 2-6 ব্যবধানে হারতে হয় স্প্যানিশ মহাতারকাকে ৷ তবে তৃতীয় ও চতুর্থ গেম 6-4 ও 6-1 গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করেন রাফায়েল নাদাল ৷ বিশেষ করে চতুর্থ গেমে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি 'স্প্যানিশ বুল' ৷ এদিনের ম্যাচে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে ৷ অন্যদিকে, টুর্নামেন্টের সপ্তম বাছাই রাশিয়ান ড্যানিয়েল মেদভেদেভ (Seventh Seed Russian Daniil Medvedev) দাপটের সঙ্গে প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছেন ৷

আরও পড়ুন:যত কাণ্ড অস্ট্রেলিয়ান ওপেনে, ম্যাচের আগে গায়েব নাদালের প্রিয় ব়্যাকেট

মেদভেদেভ 0-6, 1-6, 2-6 স্ট্রেট সেটে মার্কিন প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ৷ এদিন 7টি দুর্দান্ত এস মারেন রাশিয়ান তারকা ৷ তাঁর ফার্স্ট সার্ভ উইনিং ছিল 77 শতাংশ ৷ সেকেন্ড সার্ভ উইনিং ছিল 71 শতাংশ ৷ এদিন 13 টি ব্রেক পয়েন্টের মধ্যে 6টিতে জিতেছেন রাশিয়ান তারকা ৷ টুর্নামেন্টের তিন নম্বর বাছাই সিসিপাস ফরাসি প্রতিপক্ষ হেলাসকে স্ট্রেট সেটে হারিয়েছেন ৷ গ্রীসের তরুণ তুর্কীর পক্ষে ফলাফল ছিল 6-3, 6-4 7-6 (8-6) ৷

ABOUT THE AUTHOR

...view details