পশ্চিমবঙ্গ

west bengal

Durand Cup 2022 হার বাঁচলেও ডুরান্ডে টিকে থাকাই কঠিন ইস্টবেঙ্গলের

By

Published : Aug 25, 2022, 10:51 PM IST

ডুরান্ড কাপে(Durand Cup 2022)এখন টিকে থাকাই মুশকিল ইমামি ইস্টবেঙ্গলের ৷ দলের সামগ্রিক পারফরম্যান্সে এখনও অগোছালো ভাব স্পষ্ট । যদিও দুই সপ্তাহের অনুশীলনে দলের এই পারফরম্যান্সে খুশি কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন ।

Etv Bharat
ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল

কলকাতা, 25 অগস্ট: রাজস্থানে রক্তপাত ! এটিকে মোহনবাগানের পরে ইমামি ইস্টবেঙ্গল, ডুরান্ড কাপে কলকাতার দুই প্রধানের রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে আটকে যাওয়া দেখে লালমোহন গঙ্গোপাধ্যায় তাঁর নতুন উপন্যাসের এইরকম নাম করতেই পারতেন। ম্যাচের 60 মিনিটে রাজস্থান ইউনাইটেড পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না-হলে পরপর দুই প্রধানের বিরুদ্ধে জয়ের কৃতিত্ব দেখাতে পারত(Eastbengal in durand cup 2022)।

কিশোরভারতী স্টেডিয়ামে ইমামি ইস্টবেঙ্গল বনাম রাজস্থান ইউনাইটেড ম্যাচ গোলশূন্য। পেনাল্টি নষ্ট করে মরু শহরের ক্লাবটি যেমন জয় হাতছাড়া করেছে । তেমনই খেলার প্রথম পর্বে একাধিক সুযোগ নষ্ট করে পয়েন্ট ভাগ করতে বাধ্য হল লাল-হলুদ ব্রিগেড । সুমিত পাসি, সুহের ভিপি এমন সব সুযোগ প্রথমার্ধে নষ্ট করেছেন তা চর্মচক্ষে বিশ্বাস করা শক্ত । সময় যত এগিয়েছে ততই অগোছালো হয়েছে লাল হলুদ(difficult for Eastbengal to survive in Durand Cup)।

আরও পড়ুন :রক্ষণের ভুলে ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও জয় পেল না বাগান

গোল করতে না-পারলেও গোল খাব না, এটাই দল নিয়ে অবস্থান স্টিফেন কনস্ট্যান্টাইনের । সেই লক্ষ্যে তিনি ব্যর্থ বলা যাবে না । পরপর দুটো ম্যাচেই তার ডিফেন্স যথেষ্ট আঁটোসাঁটো । বৃহস্পতিবার প্রথমবার লাল-হলুদ জার্সিতে নেমে চারলামবোস কিরিয়াকউ বোঝালেন সময় দিলে নির্ভরতা দিতে পারবেন । অ্যালেক্স লিমা প্রথম ম্যাচের তুলনায় বেশি সময় মাঠে থাকলেও দাগ কাটতে পারেননি । তবে পরিবর্ত হিসেবে নেমে ইলিয়ান্দ্রো বোঝালেন তাঁর সময় দরকার ।

একই সঙ্গে দলের সামগ্রিক পারফরম্যান্সে এখনও অগোছালো ভাব স্পষ্ট । দুই সপ্তাহের অনুশীলনে দলের এই পারফরম্যান্সে খুশি কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন । রবিবার ডার্বি । দুই চির প্রতিপক্ষ বেকায়দায় । দুই দলেরই ডুরান্ডে ভেসে থাকা অনেক পারমুটেশন কম্বিনেশনে নির্ভর করবে । তবে ডার্বি শুধু ম্যাচ নয়, সম্মানের লড়াই । সেই ম্যাচে ভালো পারফরম্যান্স কনস্ট্যান্টাইন এবং তার ফুটবলারদের কাজ সহজ করবে । না-হলে মরশুমে প্রথম দুই ম্যাচে জয়ের খরা দেখে সহানুভুতিশীল জনতার মেজাজ বদলে যেতে সময় লাগবে না ।

আরও পড়ুন :পরীক্ষা চালিয়েও মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের খোঁজে ফেরান্দো

ABOUT THE AUTHOR

...view details