পশ্চিমবঙ্গ

west bengal

রিয়াল কাশ্মীর নিয়ে হোমওয়ার্ক শুরু করে দিলেন মোহনবাগান কোচ

By

Published : Aug 18, 2019, 9:28 PM IST

গ্রুপ লিগের তিনটে ম্যাচেই জিতে শেষ চারে পৌঁছেছে মোহনবাগান ৷

মোহনবাগান কোচ

কলকাতা, 18 অগাস্ট : কলকাতা লিগে শুরুটা ভালো হয়নি । কিন্তু ডুরান্ড কাপের গ্রুপ লিগে দাপট দেখিয়েছে মোহনবাগান ৷ গ্রুপ লিগের তিনটে ম্যাচেই জিতে শেষ চারে পৌঁছেছে । এবার প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর । কলকাতার দুই প্রধান ছাড়াও অংশগ্রহণকারী আই লিগের দলগুলোর মধ্যে পূর্ণশক্তির দল নিয়ে ডুরান্ড খেলতে এসেছে রিয়াল কাশ্মীর ও গোকুলাম FC । ফলে সেমিফাইনালের প্রশ্নপত্র কঠিন হবে তা মোহনবাগান কোচ কিবু ভিকুনা বুঝতে পারছেন । তাই তাঁর গলায় সতর্কতার সুর ।

চলতি মরশুমে এখনও পর্যন্ত মোট পাঁচটি ম্যাচ খেলেছে মোহনবাগান । হার এবং ড্র কলকাতা লিগের স্কোরশিট । ডুরান্ডের গ্রুপ লিগে সব ম্যাচ জিতে আশার আলো দেখছেন কিবু ভিকুনা । তবে প্রতিপক্ষ রিয়াল কাশ্মীরকে সমীহ করছেন । সবুজ মেরুন হেডস্যার বলছেন, "দল হিসেবে খুবই ভালো ও শক্তিশালী রিয়াল কাশ্মীর । আই লিগে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল ওরা । যা প্রমাণ করে কাশ্মীরের দলের যথেষ্ট ভারসাম্য রয়েছে ।" একইসঙ্গে তিনি যোগ করেছেন, রিয়াল কাশ্মীরের খেলা তিনি দেখেছেন । গত মরশুমের আই লিগের ম্যাচের ভিডিয়ো ছাড়াও ডুরান্ড কাপের খেলা দেখেছেন । ফলে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা তৈরি । সেই অনুসারে দলকে সামনের কয়েক দিনে তৈরি করতে চান । আত্মবিশ্বাসী কিবু ভিকুনা জানিয়েছেন, যেকোন চ্যালেঞ্জ সামলাতে তাঁর দল তৈরি ।

মোহনবাগানের বর্তমান দলের প্রাণভোমরা চার স্প্যানিশ ফুটবলার । তাঁদের পারফরমেন্সের গ্রাফের ওঠানামায় মোহনবাগানের জয় পরাজয় নির্ধারিত হয় । সালভো চামারো ও বেইটার চোট রয়েছে । কোচ বলছেন, দু'জনেই সেমিফাইনালে খেলতে পারবেন । কিন্তু গোড়ালির চোটে কাবু বেইটাকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে । তাই পরিকল্পনার দ্বিতীয় উপায় ভেবে রাখতে হবে । কারণ তিন বিদেশি ভরসা জোগালেও সবুজ মেরুনের ভারতীয় ফুটবলারদের পারফরমেন্সে কখনও রোদ কখনও মেঘ । তাই মুখে দল তৈরি বললেও নতুন ভাবে অঙ্ক কষছেন কিবু ভিকুনা ।

Intro:কলকাতা লিগে শুরুটা ভালো হয়নি। কিন্তু ডুরান্ড কাপে মোহনবাগান দশে দশ। গ্রুপ লিগের তিনটে ম্যাচে দাপুটে শেষ চারে পৌঁছে দিয়েছে। এবার প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর। কলকাতার দুই প্রধান ছাড়াও অংশগ্রহণ কারী আই লিগের দলগুলোর মধ্যে পূর্নশক্তির দল নিয়ে ডুরান্ড খেলতে এসেছে রিয়াল কাশ্মীর ও গোকুলাম এফসি। ফলে সেমিফাইনালে র প্রশ্নপত্র কঠিন হবে তা মোহনবাগান কোচ কিবু ভিকুনা অচিরেই বুঝতে পারছেন। তাই তার গলায় সতর্কতার সুর।
চলতি মরসুমে এখনও অবধি মোট পাচটি ম্যাচ খেলেছে মোহনবাগান।হার এবং ড্র কলকাতা লিগের স্কোরশিট। ডুরান্ডের গ্রুপ লিগের অল উইনে আশার আলো দেখছেন কিবু ভিকুনা। প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর সম্বন্ধে একটা ধারণা তৈরি করেছেন তিনি। তারই ভিত্তিতে সবুজ মেরুন হেডস্যার বলছেন,"দল হিসেবে খুবই ভালো ও শক্তিশালী দল রিয়াল কাশ্মীর।আই লিগে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল ওরা। যা প্রমান করে কাশ্মীরের দলের যথেষ্ট ভারসাম্য রয়েছে।"একই সঙ্গে তিনি যোগ করেছেন রিয়াল কাশ্মীরের খেলা তিনি দেখেছেন। গত মরসুমের আই লিগের ম্যাচের ভিডিও ছাড়াও ডুরান্ড কাপের খেলা দেখেছেন। ফলে প্রতিপক্ষ সম্বন্ধে ধারনা তৈরি। সেই অনুসারে দলকে সামনের কয়েক দিনে তৈরি করতে চান। আত্মবিশ্বাসী কিবু ভিকুনা জানিয়েছেন যেকোন চ্যালেঞ্জ সামলাতে তার দল তৈরি।
মোহনবাগানের বর্তমান দলের প্রানভোমরা চার স্প্যানিশ ফুটবলার। তাদের পারফরম্যান্সের গ্রাফের ওঠা নামায় মোহনবাগানের জয় পরাজয় নির্ধারিত হয়। সালভো চামারো ও বেইটার চোট রয়েছে। কোচ বলছেন দুজনেই সেমিফাইনালে খেলতে পারবেন। কিন্তু গোড়ালির চোটে কাবু বেইটাকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই পরিকল্পনার দ্বিতীয় উপায় ভেবে রাখতে হবে। কারন তিন বিদেশি ভরসা যোগালেও সবুজ মেরুনের ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্স এ কখনও রোদ কখনও মেঘ। তাই মুখে দল তৈরি বললেও নতুন ভাবে অঙ্ক কষছেন কিবু ভিকুনা।


Body:মোহনবাগান


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details