ETV Bharat / sports

বাঁ-হাতি প্রবাসী ভারতীয়ের দাপটে লাইনচ্যূত পাক-ব্যাটিং - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

T20 World Cup 2024: একটা সময় অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতের জার্সি পরে খেলেছিলেন সৌরভ নেত্রাভালকর ৷ বাঁ-হাতি এই মিডিয়াম পেসারের সামনেই বৃহস্পতিবার রাতে অসহায় আত্মসমর্পণ করল বাবর আজমের পাকিস্তান ৷ চলতি টি-20 বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন দেখল ক্রিকেট বিশ্ব ৷

ETV BHARAT
সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে উৎসব সৌরভ নেত্রাভালকরের ৷ (ছবি- এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 8:34 PM IST

ডালাস, 7 জুন: পাকিস্তানকে হারিয়ে চলতি টি-20 বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ গ্রুপ-এ’র ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে যিনি আটকে দিলেন, তিনি এক প্রবাসী ভারতীয় ৷ একসময় ভারতের হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ও মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলা বাঁ-হাতি মিডিয়াম পেসারটির নাম সৌরভ নেত্রাভালকর ৷ তাঁর দাপুটে বোলিংয়ের সামনে বৃহস্পতিবার সুপার ওভারে 5 রানে হেরেছে পাকিস্তান ৷ 2014 সাল থেকে তিনি আমেরিকায় থাকছেন ৷ বর্তমানে মার্কিন সংস্থা ওরাকেলের টেকনিক্যাল দলের অন্যতম প্রধান সদস্য ৷ সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে ক্রিকেটও খেলেন ৷

বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে 5 রানে জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ টি-20 বিশ্বকাপের এই মরশুমের প্রথম বড় অঘটন এটি ৷ আমেরিকা বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানকে 159 রানে আটকে রাখে ৷ তারপর 3 উইকেট হারিয়ে শেষ বলে বাউন্ডারি মেরে স্কোর সমান করে খেলা সুপার ওভারে নিয়ে যায় ৷ সেখানেও পাকিস্তানের বিরুদ্ধে 18 রান তোলে। শেষমেশ 13 রানে আটকে দিয়ে ম্যাচ জিতে নেয় আমেরিকা ৷ শুনে মনে হতেই পারেই, বিশ্ব ক্রিকেটে কোনও পোড়খাওয়া দল এই কাজটা করেছে ৷ কিন্তু, না ৷ প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের আয়োজক হিসেবে খেলা অ্যাসোসিয়েট সদস্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এই কাজ করেছে ৷

আর এই বিশাল অঘটনের পিছনে যিনি ছিলেন, তিনি হলেন এক প্রবাসী ভারতীয় । নাম সৌরভ নেত্রাভালকর ৷ 2010 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে কেএল রাহুলদের সঙ্গে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন মুম্বইয়ের এই যুবক ৷ এরপর 2013 সালের ডিসেম্বর মাসে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে একমাত্র ম্যাচটি খেলেন ৷ সেটি ছিল কর্নাটকের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে ৷ সূর্যকুমার যাদব, আদিত্য তারে, ওয়াসিম জাফর এবং শার্দূল ঠাকুরদের সঙ্গে রঞ্জিতে ড্রেসিংরুম শেয়ার করা সেই বাঁ-হাতি মিডিয়াম পেসার এরপর আমেরিকায় চলে আসেন ৷

টি20 বিশ্বকাপের আরও খবর জানতে...

উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মার্কিন মুলুকেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন ৷ বর্তমানে সেখানেই মার্কিন সংস্থা ওরাকেলের টেকনিক্যাল দলের অন্যতম প্রধান সদস্য এই সৌরভ ৷ সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান ৷ দলকে নেতৃত্বও দেন নেত্রাভালকর ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি, গল্ফ জায়ান্টস, গুয়ানা অ্যামাজন ওয়ারিওর্স, ওয়াশিংটন ফ্রিডমের হয়েও খেলেছেন ৷

সেই প্রবাসী সৌরভের দূরন্ত বোলিংয়ে টি-20 বিশ্বকাপ 2024-এর শুরুতেই পাকিস্তানকে হারের মুখ দেখতে হল ৷ নেত্রাভালকরের এই সাফল্যে খুশি তাঁর একদা সতীর্থ তথা মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক আদিত্য তারে । তিনি ইটিভি ভারতকে জানিয়েছেন, "ওর অসাধারণ টেম্পারমেন্ট ৷ আর জানে ওর কোনটা শক্তি এবং কোনওটা দুর্বলতা ৷ সেই মতো নিজেই ফিল্ডিং সেট করে বোলিং করেছে ৷ একজন চূড়ান্ত পর্যায়ের পেশাদার ক্রিকেটার সৌরভ ৷ মুম্বইয়ে থাকাকালীন নিজেকে সবসময় মাটির সঙ্গে রাখত এবং নিজের খেলাতেই মন দিত ৷" মার্কিন মুলুকে গিয়েও নিজের ক্রিকেটের প্রতি প্যাশনকে নষ্ট হতে দেননি সৌরভ নেত্রাভালকর ৷

ডালাস, 7 জুন: পাকিস্তানকে হারিয়ে চলতি টি-20 বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ গ্রুপ-এ’র ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে যিনি আটকে দিলেন, তিনি এক প্রবাসী ভারতীয় ৷ একসময় ভারতের হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ও মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলা বাঁ-হাতি মিডিয়াম পেসারটির নাম সৌরভ নেত্রাভালকর ৷ তাঁর দাপুটে বোলিংয়ের সামনে বৃহস্পতিবার সুপার ওভারে 5 রানে হেরেছে পাকিস্তান ৷ 2014 সাল থেকে তিনি আমেরিকায় থাকছেন ৷ বর্তমানে মার্কিন সংস্থা ওরাকেলের টেকনিক্যাল দলের অন্যতম প্রধান সদস্য ৷ সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে ক্রিকেটও খেলেন ৷

বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে 5 রানে জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ টি-20 বিশ্বকাপের এই মরশুমের প্রথম বড় অঘটন এটি ৷ আমেরিকা বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানকে 159 রানে আটকে রাখে ৷ তারপর 3 উইকেট হারিয়ে শেষ বলে বাউন্ডারি মেরে স্কোর সমান করে খেলা সুপার ওভারে নিয়ে যায় ৷ সেখানেও পাকিস্তানের বিরুদ্ধে 18 রান তোলে। শেষমেশ 13 রানে আটকে দিয়ে ম্যাচ জিতে নেয় আমেরিকা ৷ শুনে মনে হতেই পারেই, বিশ্ব ক্রিকেটে কোনও পোড়খাওয়া দল এই কাজটা করেছে ৷ কিন্তু, না ৷ প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের আয়োজক হিসেবে খেলা অ্যাসোসিয়েট সদস্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এই কাজ করেছে ৷

আর এই বিশাল অঘটনের পিছনে যিনি ছিলেন, তিনি হলেন এক প্রবাসী ভারতীয় । নাম সৌরভ নেত্রাভালকর ৷ 2010 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে কেএল রাহুলদের সঙ্গে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন মুম্বইয়ের এই যুবক ৷ এরপর 2013 সালের ডিসেম্বর মাসে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে একমাত্র ম্যাচটি খেলেন ৷ সেটি ছিল কর্নাটকের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে ৷ সূর্যকুমার যাদব, আদিত্য তারে, ওয়াসিম জাফর এবং শার্দূল ঠাকুরদের সঙ্গে রঞ্জিতে ড্রেসিংরুম শেয়ার করা সেই বাঁ-হাতি মিডিয়াম পেসার এরপর আমেরিকায় চলে আসেন ৷

টি20 বিশ্বকাপের আরও খবর জানতে...

উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মার্কিন মুলুকেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন ৷ বর্তমানে সেখানেই মার্কিন সংস্থা ওরাকেলের টেকনিক্যাল দলের অন্যতম প্রধান সদস্য এই সৌরভ ৷ সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান ৷ দলকে নেতৃত্বও দেন নেত্রাভালকর ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি, গল্ফ জায়ান্টস, গুয়ানা অ্যামাজন ওয়ারিওর্স, ওয়াশিংটন ফ্রিডমের হয়েও খেলেছেন ৷

সেই প্রবাসী সৌরভের দূরন্ত বোলিংয়ে টি-20 বিশ্বকাপ 2024-এর শুরুতেই পাকিস্তানকে হারের মুখ দেখতে হল ৷ নেত্রাভালকরের এই সাফল্যে খুশি তাঁর একদা সতীর্থ তথা মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক আদিত্য তারে । তিনি ইটিভি ভারতকে জানিয়েছেন, "ওর অসাধারণ টেম্পারমেন্ট ৷ আর জানে ওর কোনটা শক্তি এবং কোনওটা দুর্বলতা ৷ সেই মতো নিজেই ফিল্ডিং সেট করে বোলিং করেছে ৷ একজন চূড়ান্ত পর্যায়ের পেশাদার ক্রিকেটার সৌরভ ৷ মুম্বইয়ে থাকাকালীন নিজেকে সবসময় মাটির সঙ্গে রাখত এবং নিজের খেলাতেই মন দিত ৷" মার্কিন মুলুকে গিয়েও নিজের ক্রিকেটের প্রতি প্যাশনকে নষ্ট হতে দেননি সৌরভ নেত্রাভালকর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.