পশ্চিমবঙ্গ

west bengal

সেঞ্চুরিয়নে রোহিতদের হার নিয়ে মুখ খুললেন গাভাস্কর

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 10:20 AM IST

India lost centurion test: সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে লজ্জার হার স্বীকার করতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। প্রোটিয়া বোলিং লাইন-আপের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি রোহিত শর্মা থেকে শ্রেয়স আইয়ার। টিম ইন্ডিয়ার হতশ্রী পারফরম্যান্সে মোটেই অবাক নন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর।

সুনীল গাভাস্কর
Sunil Gavaskar

সেঞ্চুরিয়ন, 30 ডিসেম্বর:দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তনরা ৷ রোহিত বিগ্রেডের ব্যর্থতার কারণ হিসেবে প্রোটিয়া সফরে কোনও প্র্যাকটিস না-খেলে সরাসরি টেস্ট ম্যাচে নামাকে দায়ী করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর ৷ সেঞ্চুরিয়নে বক্সিং-ডে টেস্টে ইনিংস ও 32 রানে হারে রোহিত অ্যান্ড কোং ৷

আগে টি-20 ও ওয়ান ডে সিরিজ হলেও টেস্টের আগে পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস পায়নি ভারতীয় ব্যাটাররা ৷ এটাই সেঞ্চুরিয়নে টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে দেখছেন গাভাস্কর ৷ তিনি বলেন, "রোহিতরা কোনও প্র্যাকটিস ম্যাচ না-খেলে সরাসরি টেস্ট খেলতে নামার জন্যই এমন ব্যর্থতা ৷"

প্রথম ইনিংসে কেএল রাহুলের 101 রানের দৌলতে ভারত 245 রান করতে পেরেছিল। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি 76 রান করলেও বাকিদের ব্যর্থতায় ইনিংসে হারতে হয় ভারতকে ৷ কোহলি ও শুভমন গিল ছাড়া অন্য কোনও ভারতীয় ব্যাটার দু'অংকের রানে পৌঁছতে পারেননি ৷ ফলে মাত্র 131 রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস ৷

এর কারণ হিসেবে গাভাস্কর স্টার স্পোর্টসকে এক সাক্ষাৎকার বলেন, "হেরে যাওয়া তো সোজা ৷ কারণ ভারত এখানে কোনও ম্যাচ খেলেনি। আপনি যদি সরাসরি টেস্ট ম্যাচ খেলেন, তাহলে এমনটা হওয়ায় স্বাভাবিক ৷ প্রোটিয়া সফরে আসার পর অনুশীলন ম্যাচ খেলা উচিৎ ছিল।" গাভাস্কর আরও যোগ করেন, "অনুশীলন ম্যাচগুলি তরুণদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা খেলার অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারে। সিনিয়র ক্রিকেটারদের কিছুই হবে না। তারা ব্যর্থ হলেও দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ম্যাচ খেলবে। তরুণ খেলোয়াড়দের জন্য অনুশীলন ম্যাচগুলি প্রয়োজন।"

সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, "ইনট্রা স্কোয়াড তো জোকসের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কারণ ফাস্ট বোলাররা এতটাই জোরে বল করেছে যে দলের ব্যাটাররাই সহজেই তা খেলতে পেরেছে। আরও বেশি বাউন্সার দেওয়া উচিত ছিল। আরও বেশি ব্যাটারদের ভয় (চোট-আঘাতের) দেখানো উচিত ছিল।' গাভাস্করের কথায়, এই ইনট্রা-স্কোয়াড ম্যাচ টিম ইন্ডিয়াকে ম্যাচ জন্য প্রস্তুত করার জন্য একেবারেই পর্যাপ্ত ছিল না। অন্তত দক্ষিণ আফ্রিকার-এ দলের সঙ্গে একটা ম্যাচ খেলা দরকার ছিল।"

আরও পড়ুন:

  1. ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে
  2. একঝাঁক নতুন মুখ নিয়ে রঞ্জি ট্রফি অভিযানে অধিনায়ক মনোজ
  3. সেঞ্চুরিয়নে দল হারলেও 'বিরাট' নজির, রেকর্ড গড়লেন কোহলি

ABOUT THE AUTHOR

...view details