ETV Bharat / sports

একঝাঁক নতুন মুখ নিয়ে রঞ্জি ট্রফি অভিযানে অধিনায়ক মনোজ

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 10:50 PM IST

Bengal Team For Ranji Season: একঝাঁক নতুন মুখ নিয়ে রঞ্জি ট্রফি অভিযানে যেতে চলেছে বাংলা ৷ এবারও দলের অধিনায়ক রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 29 ডিসেম্বর: প্রত্যাশা মতোই বাংলা দলের নেতৃত্বের ব্যাটন এবারও ফের মনোজ তিওয়ারির হাতে । শুক্রবার রঞ্জি ট্রফির দল ঘোষণা করলেন নির্বাচকরা । 5 জানুয়ারি বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে বাংলা । আপাতত অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশ ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে । উত্তরপ্রদেশের বিরুদ্ধে কানপুরে খেলবে বাংলা ।

নতুন মরশুমে নতুন ভাবনা মাথায় রেখে প্রথম দু'টো ম্যাচের জন্য দল বেছেছেন শুভময় দাস এবং অন্যান্য নির্বাচকরা । সেখানে একাধিক নতুন মুখের ভিড় । অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ আহমেদ, মুকেশ কুমারের অভাব ঢাকতে এক ঝাঁক নতুন মুখের ক্রিকেট নৈপুন্যে আস্থা রাখতে চাইছেন নির্বাচকরা । সৌরভ পাল, শ্রেয়াংশ ঘোষ, শুভম চট্টোপাধ্যায়, সুরজ সিন্ধু জয়সওয়াল, কৌশিক মাইতি, সুমন দাসের মতো একাধিক নতুন মুখের ভিড় এবারের বাংলা দলে ৷ প্রথম দু'টো ম্যাচের জন্য বেছে নেওয়া হল 18 জনকে।

গত মরশুমে বাংলা দল রঞ্জি ট্রফির ফাইনাল খেললেও ওপেনার সমস্যা প্রায় প্রতিটি ম্যাচে চিন্তায় ফেলেছে । মোট 7টি জুটি গতবছর ব্যবহার করতে হয়েছিল । এই বছরও ইনিংস গোড়াপত্তনের ক্ষেত্রে নির্বাচকরা সৌরভ পাল এবং শ্রেয়াংশ ঘোষের ওপর আস্থা রাখছেন । ইস্টবেঙ্গলের সৌরভ পাল এবং কালিঘাট ক্লাবের শ্রেয়াংশ ঘোষ দু'জনেই বাঁহাতি ওপেনার ।

গতবছর দলের হয়ে ওপেন করা কৌশিক ঘোষ, অভিষেক রামনেয়র মতো পুরানো মুখে আস্থা না রেখে রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচে পরীক্ষার রাস্তায় হাঁটলেন নির্বাচকরা । অভিমন্যু ঈশ্বরণ এবং মুকেশ কুমার ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব পালনে ব্যস্ত । শাহবাজ আহমেদ চোট সারাতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে । বিজয় হাজারে ট্রফিতে খেলার সময় চোট পেয়েছিলেন তিনি ।

সাম্প্রতিক সময়ে বাংলা দলের হয়ে ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করেছেন অলরাউন্ডার শাহবাজ । এই অবস্থায় অধিনায়ক মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারের এবং সুদীপ ঘরামির ব্যাটই বাংলার ভরসা । উইকেটরক্ষক অভিষেক পোড়েলও প্রথম বছরের তুলনায় অনেকটাই পরিণত । গত কয়েক মরশুমে বাংলার বোলিং ডিপার্টমেন্ট ছিল সাফলের নেপথ্য কারিগর । বিশেষ করে মুকেশ কুমার আকাশদীপ, ঈশান পোড়েল যেকোনও প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্ন বয়ে নিয়ে এসেছেন । এবার মুকেশের অনুপস্থিতিতে আকাশদীপ এবং ঈশানের ওপর নতুন বলের দায়িত্ব।

নির্বাচক প্রধান শুভময় দাস বলেন, "তারুণ্য এবং অভিজ্ঞতা মিশিয়ে দল গড়া হয়েছে । একঝাঁক নতুন মুখ এবারের দলে । তবে প্রত্যেকেই কিন্তু ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করেছে । তাই বাংলার ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করেই পরীক্ষার রাস্তায় হাঁটা হয়েছে । তবে প্রতিটি নামই প্রতিভাবান এবং তাঁরা ভালো খেলবে বলেই আশা করছি ।"

আরও পড়ুন:

  1. ইস্টবেঙ্গলকে হারিয়ে কন্যাশ্রী কাপে চ্য়াম্পিয়ন সুজিত বসুর শ্রীভূমি
  2. বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল হিটম্যানের ভারত, বছর শেষে ফিরে দেখা উত্থান-পতনের সফর
  3. সেঞ্চুরিয়নে দল হারলেও 'বিরাট' নজির, রেকর্ড গড়লেন কোহলি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.