পশ্চিমবঙ্গ

west bengal

CAB to Felicitate Jhulan: স্বর্গোদ্যানে ঝুলনের নামে স্ট্যান্ড, 'চাকদা এক্সপ্রেস'কে বিশেষ সংবর্ধনা দেবে সিএবি

By

Published : Sep 24, 2022, 10:57 PM IST

Etv Bharat

ঝুলন গোস্বামীর নামে ইডেনে স্ট্যান্ড তৈরির সিদ্ধান্ত নিল সিএবি (CAB)। শুধু তাই নয় সদ্য আর্ন্তজাতিক ক্রিকেটকে বিদায় জানানো বাঙালি মহিলা কিংবদন্তি ক্রিকেটারকে বিশেষভাবে সংবর্ধিত করবে রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা (Jhulan Goswami to get special felicitation from CAB)।

কলকাতা, 25 সেপ্টেম্বর: সুদূর ক্রিকেট মক্কায় ঘরের মেয়ে যখন বাইশ গজকে বিদায় জানাতে তৈরি, শহর কলকাতাতেও তখন স্বাভাবিকভাবে ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami) নিয়ে আবেগের চোরাস্রোত ৷ বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ উদ্যোগে দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে 'চাকদা এক্সপ্রেস'-এর বিদায়ী ম্যাচ দেখার ব্যবস্থা হয়েছিল 170 জন খুদে মহিলা ক্রিকেটারের ৷ কিংবদন্তিকে নিয়ে আবেগ এখানেই থেমে থাকেনি সিএবি-র ৷ ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে (Eden Gardens) 'চাকদা এক্সপ্রেস'-এর নামে স্ট্যান্ড তৈরির সিদ্ধান্ত নিল তারা।

পাশাপাশি তারকা ক্রিকেটারকে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপনের পরিকল্পনাও ছকে ফেলেছে রাজ্য ক্রিকেট সংস্থা (Jhulan Goswami to get special felicitation from CAB)। শনিবার লর্ডসে ভারতীয় দলের জার্সিতে শেষবারের জন্য নামলেন ঝুলন। দক্ষিণ কলকাতার মাল্টিপ্লেক্সে খেলা দেখতে আসা খুদেদের হাতে ছিল ঝুলন গোস্বামীকে নিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ৷ সেখানে কিংবদন্তিকে নিয়ে লেখা নানা বার্তা ৷ এই উদ্যোগে সামিল থেকে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বললেন, "আমরা ইডেনের একটি স্ট্যান্ডের নাম ঝুলন গোস্বামীর নামে করব। এ ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে কথা বলব। ঝুলন কিংবদন্তি। আমরা ওকে বিশেষভাবে সংবর্ধিত করার পরিকল্পনা করেছি।"

আরও পড়ুন: বিদায়ী ম্যাচেও উজ্জ্বল ঝুলন, ইংরেজদের চুনকাম করল 'উইমেন ইন ব্লু'

জগমোহন ডালমিয়া-পুত্র আরও বলেন, "ঝুলনের সাফল্য নতুনদের অনুপ্রাণিত করবে। আমরা মেয়েদের ক্রিকেটের উন্নতিতে গুরুত্ব দিয়ে থাকি। আশা করব আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঝুলন মেয়েদের আইপিএলে খেলবে।" প্রেসিডেন্টের মতোই সিএবির যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ঝুলনের মত কিংবদন্তি ক্রিকেটার মেয়েদের পেস বোলিংকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছে। বাংলা মহিলা ক্রিকেটের মেন্টর হিসেবেও ঝুলনকে নিয়োগের ভাবনা রয়েছে বলে জানিয়েছেন যুগ্মসচিব। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলার ব্যাপারে সিএবি ঝুলনকে যে অনুরোধ করবে, তাও উঠে এসেছে স্নেহাশিসের কথায় ৷

ABOUT THE AUTHOR

...view details