পশ্চিমবঙ্গ

west bengal

IND vs SA: অস্ট্রেলিয়ার 19 বছরের পুরনো রেকর্ড ছুঁয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

By

Published : Oct 11, 2022, 8:39 PM IST

সিরিজের নির্ণায়ক ম্যাচে সফরকারী দলকে হেলায় হারাল শিখর ধাওয়ান (Shikhar Dhawan) নেতৃত্বাধীন ভারতের অপেক্ষাকৃত তরুণ দল ৷ কুলদীপ যাদব-মহম্মদ সিরাজদের দাপটে মাত্র 99 রানে গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে এদিন 7 উইকেটে হারাল ভারত (India beat South Africa by 7 wickets in third ODI) ৷

IND vs SA
অস্ট্রেলিয়ার 19 বছরের পুরনো রেকর্ড ছুঁয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

নয়াদিল্লি, 11 অক্টোবর: পিছিয়ে পড়েও প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতল টিম ইন্ডিয়া ৷ মঙ্গলবার সিরিজের নির্ণায়ক ম্যাচে সফরকারী দলকে হেলায় হারাল শিখর ধাওয়ান (Shikhar Dhawan) নেতৃত্বাধীন ভারতের অপেক্ষাকৃত তরুণ দল ৷ কুলদীপ যাদব-মহম্মদ সিরাজদের দাপটে মাত্র 99 রানে গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে এদিন 7 উইকেটে হারাল ভারত (India beat South Africa by 7 wickets in third ODI) ৷

সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে এদিন টস জিতে ডেভিড মিলারের দলকে প্রথমে ব্যাটিং'য়ে আমন্ত্রণ জানান ধাওয়ান ৷ শুরুটা করেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ৷ এরপর একে একে মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের দাপটে 28তম ওভারের প্রথম বলে 99 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ ভারতীয় বোলারদের দাপটে এদিন মাথা তোলার সুযোগটুকু পাননি প্রোটিয়া ব্যাটাররা ৷ সফরকারী দলের হয়ে সর্বোচ্চ 34 রান করেন হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen) ৷

বিপক্ষের ব্যাটিং-অর্ডারকে মূলত ভাঙার কাজ করেন চায়নাম্যান কুলদীপ যাদব ৷ 4.1 ওভারে 18 রান দিয়ে চার উইকেট নেন কুলদীপ (Kuldeep Yadav takes 4 wickets) ৷ 2টি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ এবং শাহবাজ আহমেদ ৷ প্রোটিয়ারা একশোর মধ্যে গুটিয়ে যেতেই ভারতের সিরিজ জয় কার্যত নিশ্চিত হয়ে যায় ৷

আরও পড়ুন:কুলদীপের ঘূর্ণিতে মাত্র 99 রানে শেষ প্রোটিয়ারা

রান তাড়া করতে তিন উইকেট খোয়ালেও 20 তম ওভারেই জয় নিশ্চিত করে ফেলে ভারত ৷ 49 রান করেন ওপেনার শুভমান গিল (Shubman Gill) ৷ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অপরাজিত থাকেন 28 রানে ৷ ফিরোজ শাহ কোটলায় জয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার 19 বছরের পুরনো একটি রেকর্ড স্পর্শ করল ভারত ৷ একই ক্যালেন্ডার ইয়ারে 38টি ম্যাচ জয়ের নজির গড়ল তারা ৷

ABOUT THE AUTHOR

...view details