পশ্চিমবঙ্গ

west bengal

IND vs SA ODI Series: প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজের নেতা ধাওয়ানই, দলে ডাক পেলেন বঙ্গ পেসার

By

Published : Oct 2, 2022, 9:18 PM IST

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI announced ODI squad against South Africa) ৷ তাতে দেখা যাচ্ছে আসন্ন ওডিআই সিরিজে শিখর ধাওয়ানের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার ৷

IND vs SA ODI Series
প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজের নেতা ধাওয়ানই

মুম্বই, 2 অক্টোবর: প্রথম দল অন্য কোথাও সিরিজ খেলতে ব্যস্ত থাকলে সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের বি-টিমকে ইদানিং নেতৃত্ব প্রদান করছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজেও তার অন্যথা হল না ৷ চলতি টি-20 সিরিজ শেষ হলে সিনিয়র দল যখন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ (T20 WC) খেলতে যাবে, তখন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে বি-টিম ৷ আর সেই দলকে নেতৃত্ব দেবেন ধাওয়ানই ৷

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য 16 সদস্যের দলঘোষণা করল বিসিসিআই (BCCI announced ODI squad against South Africa) ৷ তাতে দেখা যাচ্ছে, আসন্ন ওডিআই সিরিজে শিখর ধাওয়ানের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার ৷ যিনি আবার টি-20 বিশ্বকাপ স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন ৷ সিনিয়রদের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিরুদ্ধে জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন রজত পাতিদার (Rajat Patidar) এবং বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar) ৷ তবে ঘোষিত দলে এমন অনেকে রয়েছেন যাঁদের নাম আবার বিশ্বকাপের স্কোয়াডেও রয়েছে ৷

তাই শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই এবং দীপক চাহার সিরিজ শেষ হলে দ্রুত সিনিয়র দলে যোগ দেবেন তাঁরা ৷ উল্লেখ্য, এই তিন ক্রিকেটারই বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে ৷ যদিও সবকিছু ছাপিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য পাতিদার এবং মুকেশের জাতীয় দলে মেডেন কল-আপ ৷

আরও পড়ুন:গুয়াহাটিতে সর্পবিভ্রাট ! মাঠে সাপ ঢুকে সাময়িক বন্ধ ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-20

গত আইপিএলে আরসিবি-র হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা পাতিদার ফাইনালে শতরান করে রঞ্জি জিতিয়েছেন মধ্যপ্রদেশকে ৷ সবমিলিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে, সেরা ফর্মে বিরাজ করা পাতিদারের জাতীয় দলে ডাক যথার্থই বটে ৷ অন্যদিকে 2021-22 রঞ্জি মরশুমে যুগ্মভাবে সর্বাধিক উইকেট শিকারী বাংলার পেসার মুকেশ কুমার সম্প্রতি ভারতীয়-এ দলের হয়ে অভিষেকেও নজর কেড়েছেন ভালোই ৷

একনজরে ভারতীয় স্কোয়াড: ধাওয়ান (অধিনায়ক), শ্রেয়স (সহ-অধিনায়ক), রুতুরাজ, শুভমন, পাতিদার, ত্রিপাঠী, ঈশান (উইকেটরক্ষক), সঞ্জু (স্যামসন), শাহবাজ, শার্দূল, কুলদীপ, বিষ্ণোই, মুকেশ, আবেশ, সিরাজ, চাহার ৷

ABOUT THE AUTHOR

...view details