পশ্চিমবঙ্গ

west bengal

Joe Biden India Visit: করোনা হয়নি, জি-20 শীর্ষ সম্মেলনে ভারতে আসছেন বাইডেন

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 8:24 AM IST

আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন করোনায় আক্রান্ত ৷ তবে জো বাইডেনের দু'দু'বার করোনা পরীক্ষার রিপোর্টে কোনও সংক্রমণ ধরা পড়েনি ৷ তাই তিনি ভারতে আসবেন এবং জি-20 সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ ৷

ETV Bharat
জি 20 শীর্ষ সম্মেলনে ভারতে আসছেন জো বাইডেন

নয়াদিল্লি ও ওয়াশিংটন, 6 সেপ্টেম্বর: জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ স্ত্রী জিল বাইডেনের করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ তবে 80 বছর বয়সি প্রেসিডেন্টের কোভিড হয়নি ৷ তাই বৃহস্পতিবার ভারতে আসছেন বাইডেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই দেশে আসছেন বাইডেন। কূটনৈতিক মহলে মোদি এবং বাইডেনের বন্ধুত্ব নিয়ে চর্চা চলে অনেক দিন ধরে।

মঙ্গলবার হোয়াইট হাউজের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ ভারতে এলেও তিনি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির কোভিড প্রোটোকল মেনে চলবেন ৷ এরপর বাইডেনের ভিয়েতনাম যাওয়ার কথা রয়েছে ৷ সেখানেও তিনি কোভিড সংক্রান্ত বিধিনিষেধ অনুযায়ী ঘুরবেন ৷

সোমবার জানা যায়, 72 বছরের জিল বাইডেন কোভিডে আক্রান্ত ৷ এরপরই জো বাইডেনের ভারত-সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ৷ তবে সোমবার ও মঙ্গলবার- দু'দিন প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হয় ৷ আর সেই ফলাফল নেগেটিভ হওয়ায় তিনি ভারতে আসছেন ৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হোয়াইট হাউজে সাংবাদিকদের জানান, জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার, 7 সেপ্টেম্বর প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন ৷ শুক্রবার, 8 সেপ্টেম্বর প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ৷ শনি ও রবিবারও তিনি জি-20 শীর্ষ সম্মেলনের বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জ্যাক সুলিভান ৷

আরও পড়ুন: পুতিনের পর জিনপিং, দিল্লিতে জি20 বৈঠকে আসছেন না চিনের প্রেসিডেন্ট

হোয়াইট হাউজের মিডিয়া সচিব জিন পিয়েন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "আমি আপনাদের এটুকু বলতে পারি, প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন ৷ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ৷ ভারতে যাওয়ার আগেও প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর সহযাত্রীদের কোভিড পরীক্ষা করা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details