ETV Bharat / bharat

G20 Summit in India: পুতিনের পর জিনপিং, দিল্লিতে জি20 বৈঠকে আসছেন না চিনের প্রেসিডেন্ট

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 7:10 PM IST

Updated : Sep 5, 2023, 2:54 PM IST

ভারতে জি20 সম্মেলনে যোগ দিতে আসছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ 9 ও 10 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত জি20 সম্মেলনে চিনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সে দেশের প্রধানমন্ত্রী লি কিয়াং ৷

ETV Bharat
শি জিনপিং

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর এবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ ভারতে জি20 সম্মেলনে যোগ দিতে আসছেন না চিনের প্রেসিডেন্ট ৷ সোমবার সরকারিভাবে বেজিংয়ের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, জিনপিংয়ের বদলে জি20 বৈঠকে যোগ দেবেন চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং ৷ তবে কেন জিনপিং আসছেন না, তা নিয়ে কোনও কারণ জানায়নি বেজিং ৷ জিনপিংয়ের ভারতে আসা নিয়ে গত সপ্তাহ থেকেই জল্পনা চলছিল ৷ মনে করা হচ্ছিল রাশিয়ার প্রেসিডেন্টের পর এই বৈঠক এড়িয়ে যেতে পারেন চিনের প্রেসিডেন্টও ৷ অবশেষে সেই জল্পনাই সত্যি হল ৷

9-10 সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে বসছে জি20 শীর্ষ সম্মেলন ৷ সেই বৈঠকে বিশ্বের অন্যতম দুই শক্তিধর দেশ রাশিয়া ও চিনের প্রেসিডেন্ট যোগ না দেওয়ায় বৈঠকে তার কী প্রভাব পড়বে তা নিয়ে জল্পনা বাড়ছে ৷ ভারত-চিন দ্বন্দ্ব অন্যদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর পশ্চিমী দেশগুলির চাপ, অমতাবস্থায় সম্মেলন থেকে কোনও যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠে গেল ৷ তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বৈঠকে যোগ দেবেন ৷

চিনের প্রেসিডেন্ট জি20 বৈঠকে যোগ দিতে ভারতে না আসায় ভবিষ্যতে এই দেশের সম্পর্ক কোন মাত্রা পায় তা নিয়ে জল্পনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে ৷ 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর কার্যত তলানিতে ঠেকেছে দুই দেশের সম্পর্ক ৷ তারপর থেকে দুই দেশের রাষ্ট্র প্রধানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হয়নি ৷ সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহনসবার্গে ব্রিকস সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্য বিনিময় ও ঘরোয়া আলোচনা হলেও আনুষ্ঠানিক বৈঠক হয়নি ৷ তার উপর সম্প্রতি চিনা সাংবাদমাধ্যমে অরুণাচলপ্রদেশকে ফের সে দেশের অংশ হিসেবে দেখানো হয় ৷ জি20 সম্মেলনের ঠিক আগে এই ঘটনা দুই দেশের সম্পর্ককে কার্যত খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে ৷ ভারতের বিদেশমন্ত্রক ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কড়া বিবৃতি দিয়েছে ৷ রবিবার সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অরুণাচলকে নিয়ে চিনের আপত্তি উড়িয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, ভারতের অংশ হিসেবেই অরুণাচলে জি20 গোষ্ঠীর বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ রবিবার প্রধানমন্ত্রীর ওই অবস্থানের পর সোমবার চিনের তরফে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল চিনের প্রেসিডেন্ট জি20 বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন না ৷

আরও পড়ুন: দিল্লিতে জি-20 সম্মেলনে জিনপিংয়ের অনুপস্থিতির খবরে হতাশ বাইডেন

জি20 গোষ্ঠীর বর্তমান সভাপতি দেশ হিসেবে এবছর এই শীর্ষ সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত ৷ বিশ্বের বৃহৎ অর্থনীতির 19টি দেশ ও ইউরোপিয় ইউনিয়ন এই গোষ্ঠীর সদস্য ৷ আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনীতি ও অর্থনীতিতে জি20 এর দেশগুলির অবস্থান এবং মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ চিন এই বৈঠক বয়কট না করলেও যেভাবে চিনের প্রেসিডেন্ট ওই বৈঠক এড়িয়ে গেলেন তা ভবিষ্যতে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক ও ভূ-কৌশলগত রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে ৷ এর আগে রাশিয়ার তরফে জানানো হয়েছেল সে দেশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও এই বৈঠকে অংশ নেবেন না ৷ তাঁর বদলে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ৷ মনে করা হচ্ছে জি20 বৈঠকে ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অধিকাংশ দেশের প্রশ্নের মুখে পড়তে হতে পারে রাশিয়াকে ৷ বৈঠক এড়িয়ে যাওয়ায় সরাসরি সেই অস্বস্তিতে পড়তে হবে না পুতিনকে ৷ গত বছর বালিতে অনুষ্ঠিত জি20 বৈঠকেও যোগ দেননি তিনি ৷ (তথ্যসূত্র-এএনআই)

Last Updated : Sep 5, 2023, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.