পশ্চিমবঙ্গ

west bengal

PM Narendra Modi Calls Shah: দিল্লির বন্যা পরিস্থিতির খোঁজ নিতে ফ্রান্স থেকে শাহকে ফোন মোদির

By

Published : Jul 14, 2023, 10:37 AM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্স থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও দিল্লির উপ-রাজ্যপালকে ফোন করলেন ৷ যমুনার জলস্তর বেড়ে ভেসে গিয়েছে দিল্লি ৷ রাজধানীর রাস্তাঘাটে জল জমেছে ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি ও প্যারিস, 14 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'দিনের সফরে ফ্রান্সে গিয়েছেন ৷ এদিকে বন্যায় বিপর্যস্ত নয়াদিল্লি ৷ যমুনার জলস্তরে বেড়ে প্রায় ডুবে গিয়েছে দিল্লি ৷ জল ছুঁয়েছে লালকেল্লার দেওয়াল ৷ তাই প্যারিসে শত ব্যস্ততার মধ্যেও তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দিল্লির বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন ৷ প্রধানমন্ত্রী দিল্লির লেফটেন্যান্ট জেনারেল এলজি সাক্সেনাকেও ফোন করেছেন ৷ উল্লেখ্য, বিপজ্জনক সীমার উপর দিয়ে বইছে যমুনা নদী ৷ আর তাতেই এই বিপত্তি ৷

জানা গিয়েছে, ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে দিল্লির পরিস্থিতি বিশদে জানান ৷ তিনি আশ্বস্ত করেন যে, আগামী 24 ঘণ্টায় যমুনার জলস্তর কমবে বলেই আশা করা হচ্ছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অফিস থেকে একটি টুইট করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ৷ অমিত শাহ তাঁকে জানিয়েছেন, আগামী 24 ঘণ্টায় যমুনার জলস্তর কমবে যেতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লির উপ-রাজ্যপালের সঙ্গে একযোগে বিষয়টির দিকে নজর রাখছে ৷ প্রয়োজনে প্লাবিত এলাকাগুলি থেকে মানুষদের উদ্ধার এবং ত্রাণ কার্যে যথেষ্ট সংখ্যক জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ মোতায়েন করা হয়েছে ৷

আরও পড়ুন: প্যারিসে মোদিকে স্বাগত জানালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, দেওয়া হল গার্ড অব অনার

বৃহস্পতিবার রাত 10টা নাগাদ যমুনার জল 208.63 মিটারে পৌঁছয় ৷ যদিও আজ তা কমবে বলে আশা করা হচ্ছে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্লাবিত এলাকায় 16 জুলাই পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ৷ বন্ধ রয়েছে শ্মশান, কোথাও কোথাও হাসপাতাল থেকে রোগীদের বের করে আনা হয়েছে ৷

দিল্লিতে ঢুকছে না কোনও ভারী যান । জরুরি পরিষেবার গাড়ি ছাড়া অন্য গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ গতকাল দিল্লি সেক্রেটারিয়েটের কাছে আন্ডারপাসে একটি যাত্রী বোঝাই বাস প্রায় ডুবে গিয়েছিল ৷ তাতে 40-45 জন যাত্রী ছিলেন ৷ তড়িঘড়ি তাদের উদ্ধার করা হয় ৷ দিল্লির অলিতে গলিতে জল তো ঢুকেইছে, পাশাপাশি দেখা দিয়েছে পানীয় জলের অভাবও ৷

ABOUT THE AUTHOR

...view details