পশ্চিমবঙ্গ

west bengal

Khawaja Asif comments on Terrorism: 'বছর খানেক আগে দেশে সন্ত্রাসবাদ ফিরিয়েছে সরকার !' তোপ পাক প্রতিরক্ষামন্ত্রীর

By

Published : Feb 19, 2023, 8:57 PM IST

Pak Defence Minister Khawaja Asif blames previous Government for bring back Terrorism in the country
পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ

সন্ত্রাসবাদ ইস্যুতে পূর্বতন ইমরান খানের সরকারকে কাঠগড়ায় তুললেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ (Khawaja Asif comment on Terrorism) ৷ কী বললেন তিনি ?

ইসলামাবাদ, 19 ফেব্রুয়ারি: সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য দেশের পূর্বতন সরকারকে দায়ী করলেন পাকিস্তানের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ (Khawaja Asif comments on Terrorism) ৷ শনিবার সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন তিনি ৷ তবে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেও একবারের জন্যও তাদের নাম করেননি খাওয়াজা আসিফ ৷

উল্লেখ্য, শুক্রবার ফের একবার সন্ত্রাসবাদী হামলার শিকার হতে হয় পাকিস্তানকে ৷ পাক পুলিশের করাচির কার্যালয়ে হামলা চালায় সন্ত্রাসবাদীরা ৷ সেই প্রসঙ্গেই শনিবার মন্তব্য করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, "গতকাল রাতে নিরাপত্তাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার লড়াই করেছে ৷ আসলে বছর খানেক আগেই ওদের (জঙ্গিগোষ্ঠী টিটিপি) এদেশে ফের আমদানি করা হয় ৷ সেই সময়েই এই জঙ্গিদের (পাকিস্তানে) পুনর্বাসন দেওয়া হয় !" অর্থাৎ, পাক প্রতিরক্ষামন্ত্রীর বার্তা হল, পূর্বতন ইমরান খানের সরকারই সরাসরি পাক-ভূখণ্ডে সন্ত্রাসবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করেছে ! আর তার ফল ভোগ করতে হচ্ছে পাকিস্তানের বর্তমান সরকার ও প্রশাসনকে ৷

আরও পড়ুন:করাচির পুলিশ প্রধানের দফতরে জঙ্গিহামলা

প্রসঙ্গত, করাচিতে পুলিশবাহিনীর সংশ্লিষ্ট প্রধান আধিকারিকের কার্যালয় রয়েছে ৷ সেখানেই শুক্রবার জঙ্গিহামলার ঘটনা ঘটে ৷ স্থানীয় সময় সন্ধে 7টা 10 মিনিট নাগাদ এই ঘটনা ঘটে ৷ হামলার পর দফায় দফায় পাঁচতলা ভবনের পুরোটাই খালি করে দেওয়া হয় ৷ তারপরও পুলিশবাহিনী ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময় চলতে থাকে ৷ সেই 'অপারেশন' শেষ হয় রাত 11টা 46 মিনিট নাগাদ ৷

এই অভিযানে পাক সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ, পাকিস্তান রেঞ্জার্স সিন্ধ এবং সিন্ধ পুলিশ একত্রে ঘণ্টার পর ঘণ্টা ধরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে গুলির লড়াই চালিয়ে যায় ৷ এই ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 19 জন ৷ নিহতদের মধ্য়ে তিনজনই সন্ত্রাসবাদী ৷ তারা নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য বলে দাবি সংশ্লিষ্ট প্রশাসনের ৷ প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, দেশের পূর্বতন সরকারের জন্যই শুক্রবার ফের একবার পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের ঘটনা ঘটেছে ! অর্থাৎ, এই ঘটনায় নিজেদের যাবতীয় দায় ঝেড়ে ফেলল শাহবাজ শরিফের সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details